বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন

হামলার হুমকির পর টেইলরের ভিয়েনা কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক / ২৫ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৮, ২০২৪
হামলার হুমকির পর টেইলরের ভিয়েনা কনসার্ট বাতিল
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

নিরাপত্তা হুমকির কারণে ভিয়েনায় আমেরিকান সঙ্গীত শিল্পী টেইলর সুইফটের তিনটি কনসার্ট বাতিল হয়েছে। টেইলরের ইরাস ট্যুরের অংশ হিসেবে এই কনসার্টগুলো হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (৮ আগস্ট), শুক্রবার এবং শনিবার ইরাস ট্যুরের অংশ হিসেবে আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে কনসার্টগুলো হওয়ার কথা ছিল। বুধবার অস্ট্রিয়ার রাজধানীর আশেপাশে হামলার পরিকল্পনা করার সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কনসার্ট আয়োজকদের এক বিবৃতিতে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে হামলার আশংকার বিষয়টি বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারি কর্মকর্তারা আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে হামলা হতে পারে বলে মনে করছেন। এ অবস্থায় পূর্ব নির্ধারিত তিনটি কনসার্ট বাতিল করা বাদে তাদের আর উপায় নেই। ’

পরবর্তী ১০ দিনের মধ্যে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান