কলকাতায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। চতুর্থবারের মতো আয়োজিত এ উৎসবে ‘হাওয়া’ দেখে মুগ্ধ কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী ও স্ত্রী অভিনেত্রী শুভশ্রী।
রবিবার (৩০ অক্টোবর) রাজ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এসব গুণকীর্তন করেন। সিনেমা দেখে প্রশংসায় ভাসিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরীকে। এ ছাড়া গুণ গেয়েছন ক্যামেরা, ডিরেকশনেরও।
দুই বাংলার হৃদয়বন্ধন কাঁটাতারের বেড়া মানে না: তথ্যমন্ত্রী
রাজের স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো-
‘কাল নন্দন-এ চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ দেখে মুগ্ধ। অসাধারণ অভিনয়, ক্যামেরা, ডিরেকশন এবং যার কথা সব থেকে বেশি বলতে হয়, Chanchal Chowdhury তিনি আসলেন, অভিনয় করলেন এবং জয় করে নিলেন আমাদের মন৷ পুরো Cast & Crew-কে ধন্যবাদ অসাধারণ এই ছবি তৈরির জন্য।’
তার এ স্ট্যাটাসে বাংলাদেশের চলচ্চিত্রের অনেক ভারতীয় ভক্ত এসে কমেন্ট করেছেন। যেখানে তারা এদেশের নাটক ও সিনেমার কাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কেউ কেউ কলকাতা ও বাংলাদেশের ওয়েবসিরিজ ও নাটকের তুলনা করেছেন। যেখানে পছন্দের তালিকায় এগিয়ে রেখেছেন বাংলাদেশকে। তাছাড়া চঞ্চল চৌধুরীর বড় ভক্ত বলেও অভিব্যক্তি প্রকাশ করেন অনেকে।
You must be logged in to post a comment.