সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

`হাওয়া` কোরিয়ান `সি ফগ`র নকল, প্রমাণ করতে পারলে মিলবে লাখ টাকা!

ফোরাম প্রতিবেদক / ২৭৮ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৪, ২০২২
`হাওয়া` কোরিয়ান `সি ফগ`র নকল, প্রমাণ করতে পারলে মিলবে লাখ টাকা!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন ‘হাওয়া’ সিনেমাটি কোরিয়ান ‘সি ফগ’র নকল। আর তা প্রমাণ করতে পারলেই মিলবে এক লাখ টাকা!
রুটস সিনে ক্লাবের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, ‘অনেকেই প্রচার করছেন (চিলে কান নিয়ে গেছে) ‘হাওয়া’ একটি কোরিয়ান চলচ্চিত্রের নকল। তাদের জন্য দিচ্ছে লাখ টাকা জিতে নেবার সুযোগ!

প্রথমে কোরিয়ান সিনেমাটির গল্প জেনে আসুন; তারপর রুটস সিনে ক্লাবে ফ্রি ‘হাওয়া’ দেখতে আসুন! যদি প্রমাণ করতে পারেন ‘হাওয়া’ এই কোরিয়ান সিনেমাটির নকল; তবে আপনাকে দেয়া হবে ১ লাখ টাকা নগদ অর্থ উপহার! আর, যদি ভুল বুঝতে পারেন (কান কানের জায়গায়), তবে ২০০ টাকা টিকিট মূল্য আমাদেরকে দিয়ে, নিজের কাছে নিজে একবার সরি বলে নেবেন। এই সুযোগ হেলায় হারাবেন না!

উল্লেখ্য, গত ২৯ জুলাই দেশজুড়ে মুক্তি পায় ‘হাওয়া’ সিনেমাটি। সাগরে মাছ ধরতে যাওয়া মাঝি ও জেলেদের জীবন ঘিরে নির্মিত সিনেমাটি মুক্তির আগে থেকেই বেশ সাড়া জাগায়। এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন।

https://youtu.be/4ARZ4XmYom4


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান