‘হাওয়া’র জোয়ারে ভাসছে সারাদেশ। আগামী ২৯ জুলাই সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমাটি। এবার এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান।
টেলিভিশনে সঞ্চালনার মাধ্যমে ‘হাওয়া’ সিনেমার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা জানাচ্ছেন এই অভিনেত্রী। ‘হাওয়া আড্ডা’ নামে বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। এই আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর উপস্থাপক হিসেবে দেখা যাবে জয়া আহসানকে।
‘হাওয়া আড্ডা’তে অংশ নিচ্ছেন সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন, অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাজিফা তুষি, সংগীত পরিচালক ইমন চৌধুরী, গায়ক আরফান মৃধা শিবলু।
এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘উপস্থাপনা বা সঞ্চালনা নয়, যেহেতু আমি ‘হাওয়া’ চলচ্চিত্র টিমের সবাইকে ব্যক্তিগতভাবে চিনি জানি, সে জায়গা থেকে ক্যামেরার সামনে আড্ডা দিয়েছি। খুব ভালো একটি সময় কেটেছে।’
‘হাওয়া আড্ডা’ প্রচারিত হবে বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।
You must be logged in to post a comment.