হলিউডের তারকা অভিনেত্রী রাকুয়েল ওয়েলস মারা গেছেন। গতকাল (বুধবার) ৮২ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী ও মডেল মৃত্যুবরণ করেন। এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে বিবিসি।
ওয়েলসের ম্যানেজার স্টিভ সউয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে স্টিভ জানান, গত কয়েক দিন ধরে এই অভিনেত্রী অসুস্থ ছিলেন। ১৯৬০ এর দশকে ওয়েলস ওয়ান মিলিয়ন ইয়ার বিসি ছবিতে অভিনয় করে আন্তর্জাতিকভাবে আবেদনময়ী নারীর প্রতীক হয়ে ওঠেন।
১৯৭৪ সালে ‘থ্রি মাস্কেটিয়ার্স’-এ অনবদ্য অভিনয়ের জন্য ওয়েলস গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেন। ‘রাইট টু ডাই’-এ অভিনয়ের জন্য ১৯৮৭ সালে ফের মনোনয়ন পান এ অভিনেত্রী। হলিউডের আধুনিককালের নায়িকা নির্ভর অ্যাকশনধর্মী চলচ্চিত্রের জন্য এই আমেরিকান অভিনেত্রীকেই কৃতিত্ব দেওয়া হয়।
ওয়েলস ৭০টির বেশি চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেন বলে সিএনএনের এক প্রতিবেদনে উলেখ করা হয়। মূলত কল্পবিজ্ঞান নির্ভর ‘ফ্যান্টাস্টিক ভয়েজ’ চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর তাঁর ক্যারিয়ারের পালে হাওয়া লাগে।
You must be logged in to post a comment.