বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন

হলিউড তারকা অ্যানি ওয়েরশিং মারা গেছেন

ফোরাম প্রতিবেদক / ২১০ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ৩০, ২০২৩
হলিউড তারকা অ্যানি ওয়েরশিং মারা গেছেন
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

‘দ্য ভ্যাম্পায়ার ডায়রিস’ খ্যাত তারকা অ্যানি ওয়েরশিং (৪৫) মারা গেছেন। গতকাল রোববার লস অ্যাঞ্জেলসে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসারের সাথে লড়াই করছিলেন এই অভিনেত্রী। আজ (সোমবার) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে অ্যানির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মুখপাত্র। তবে কী ধরনের ক্যানসার হয়েছিল তা জানানো হয়নি।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, টিভি সিরিজের জনপ্রিয় মুখ ছিলেন অ্যানি। ‘টুয়েন্টিফোর’ সিরিজে এফবিআই এজেন্ট রেনি ওয়াকার চরিত্রে সাড়া ফেলেছিলেন তিনি। ভিডিও গেম ‘দ্য লাস্ট অব আস’-এর ‘টেস’ চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন তিনি।

এছাড়া ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিস’, মার্ভেলের ‘রানঅ্যাওয়েস’, সাইন্স ফিকশন সিরিজ ‘টাইমসলেস’, ‘দ্য রুকি’তে অভিনয় করে প্রশংসা পেয়েছেন অ্যানি।

সর্বশেষ ‘স্টার ট্রেক: পিকার্ড’-এ ‘বর্গ কুইন’ চরিত্রে দেখা গেছে অভিনেত্রীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান