বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান চলচ্চিত্র পরিচালক আসিফ আকবর। আজ মুক্তি পেয়েছে তার হলিউডি নতুন ছবি ‘বনিয়ার্ড’।
এর আগে হলিউডের ‘অ্যাস্ট্রো’, ‘দ্য কমান্ডো’, ‘স্মোক ফিল্ড লাংস’ নির্মাণ করে হলিউডেও নাম কামিয়েছেন তিনি। গত বছর বাংলাদেশে তার পরিচালিত মাসুদ রানা সিরিজের ছবি ‘এমআর নাইন’ মুক্তি পেয়েছিল।
এতে অভিনয় করছেন হলিউডের কিংবদন্তি অভিনেতা-পরিচালক মেল গিবসন।
‘বনিয়ার্ড’ সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। আমেরিকান এক এফবিআই এজেন্টের জীবন থেকে নেওয়া হয়েছে গল্পটি। যিনি ‘বোন কালেক্টর’ নামে এক সিরিয়াল কিলারের খোঁজে আছেন। অন্যদিকে তাঁর বোনের মেয়েও নিখোঁজ। তাকে খুঁজতে পুলিশের সঙ্গে একাত্ম হন তিনি। অনুসন্ধানে জানা যায়, পুলিশ ডিপার্টমেন্টের কেউ এ খুন করেছে। এই এফবিআই এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন মেল গিবসন।
You must be logged in to post a comment.