বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন

হলিউডে ধর্মঘটের কারনে এমি অ্যাওয়ার্ডস স্থগিত

ফোরাম প্রতিবেদক / ১৪১ জন দেখেছেন
আপডেট : জুলাই ২৯, ২০২৩
হলিউডে ধর্মঘটের কারনে এমি অ্যাওয়ার্ডস স্থগিত
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

হলিউডে ধর্মঘটের কারণে স্থগিত হয়ে গেল এমি অ্যাওয়ার্ডস। সেপ্টেম্বর মাসে হওয়ার কথা ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়নি এখনো। আয়োজকরা জানিয়েছেন, শিল্পীরা সমঝোতায় পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে চান তারা।

১৮ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল ৭৫তম এমি অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ইউএসএ টুডে জানিয়েছে ২০১৪ সালের জানুয়ারিতে এমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান হবে।

হলিউডে অভিনেতা-অভিনেত্রী ও চিত্রনাট্যকারদের চলমান ধর্মঘট এ বছরের শেষ পর্যন্ত গড়াতে পারে। স্ট্রিমিং সার্ভিসগুলোর পারিশ্রমিক, চুক্তির মেয়াদ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অসন্তোষসহ বেশ কিছু দাবিতে তাদের ধর্মঘট চলছে। শিল্পীরা শুটিং বন্ধ রাখার পাশাপাশি সিনেমার প্রিমিয়ার শো, প্রচার এবং অ্যাওয়ার্ড সেরিমনির মতো আয়োজনেও যোগ দিচ্ছেন না। ধর্মঘটের সময় কাজ করা থেকে বিরত থাকবেন লেখকরাও। সাধারণত এমি অনুষ্ঠানের সঞ্চালক-উপস্থাপকদের জন্য স্ক্রিপ্ট লেখার দায়িত্ব পড়ে ডব্লিউজিএ সদস্যদের ওপরে। ফলে এমির উপস্থাপকদের জন্য তৈরি হয়নি কোনো স্ক্রিপ্ট।

যুক্তরাষ্ট্রের টেলিভিশন দুনিয়ায় মর্যাদাপূর্ণ পুরস্কার হল ‘এমি অ্যাওয়ার্ড’। ৭৫ তম এমি অ্যাওয়ার্ডের আসরে সর্বোচ্চ ২৭টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে ‘সাকসেশন’। মনোনয়নের দিক থেকে ‘সাকসেশন’-এর পরেই আছে ‘দ্য লাস্ট অব আস’। ড্রামা সিরিজটি ২৪টি মনোনয়ন পেয়েছে। এরপর আছে ‘দ্য হোয়াইট লোটাস’। ২৩টি মনোনয়ন পেয়েছে এই সিরিজটি। ‘টেড লাস্যো’ পেয়েছে ২১টি মনোনয়ন।

এর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলার পর এমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। সূত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান