বলিউডের নায়িকারা হরহামেশাই হলিউডে কাজ করে থাকেন। ভারতের সিনেমা থেকে এ পর্যন্ত বেশ কজন অভিনেত্রী সেখানে সাফল্যও পেয়েছেন। তবে এক্ষেত্রে বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফের ভাগ্যটা খারাপই বলতে হবে। হলিউডের ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েও কাজ করতে পারেননি তিনি।
হলিউডে প্রায় ১০ বছর ধরে কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলা যায় এখন সেখানেই পুরোপুরি থিতু হয়েছেন।
২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয় দীপিকা পাডুকোনের। চলচ্চিত্রটিতে ভিন ডিজেলের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
অন্যদিকে ২০২৩ সালে মুক্তি পায় আলিয়া ভাটের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’।
তবে হলিউডে সুযোগ পেয়েও সদ্বব্যহার করতে পারেননি ‘ক্যাট’। এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। অভিনেত্রী জানান, হলিউড থেকে কাজের প্রস্তাব এসেছিলো। তবে সে সময় অন্য কাজ নিয়ে ভীষণ ব্যাস্ত থাকায় কাজটি করতে পারেননি।
তবে হলিউডে কাজ করতে আগ্রহী জানিয়ে ক্যাটরিনা বলেন, জীবনে যখন যেটা হওয়ার থাকে সেটা হয়ে যায়। আবারও হলিউডে সুযোগ এলে নতুন একটা অধ্যায় হবে। আমি খুবই আগ্রহী।
You must be logged in to post a comment.