মেরিল স্ট্রিপের শুধু দুটো জিনিস ছিলো না – অহংকার আর বাজে কোনো স্ক্যান্ডাল। আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপ হচ্ছেন সেই অসাধারন শিল্পীদের একজন যিনি দীর্ঘ ৪ দশক ধরে হলিউড দাপিয়েছেন ও দর্শক মাতিয়েছেন। তাঁকে তাঁর সময়ের সেরা অভিনেত্রী ধরা হয় দুটো কারণে – বহুমাত্রিক অভিনয় আর বিভিন্ন ভাষায় সাবলীলতা । দীর্ঘ ক্যারিয়ারে তিনি ২১ বার অস্কার মনোয়ন পেয়েছিলেন যেটা এখনো রেকর্ড । জিতেছিলেন ৩ বার ।
তৃতীয়বার অস্কার পান ২০১১ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচারের চরিত্রে অভিনয় করে । ছবির নাম ‘দ্য আয়রন লেডি’ । পুরস্কারে আরেক রেকর্ড গড়েন ৩২ বার ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’ নমিনেশন পেয়ে । এখানেও জিতেছেন ৮ বার । এর বাইরেও ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড , ৩ বার প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড , ৬ বার গ্র্যামি অ্যাওয়ার্ড সহ আরো আরো অনেক ।
তাঁকে হলিউডের ‘পুরস্কার কন্যা’ বললে বেশি বলা হবেনা । প্রেসিডেন্ট বারাক ওবামাও তাঁকে পুরস্কৃত করতে ছাড়েননি । ২০১০ সালে দিয়েছিলেন ‘ন্যাশনাল মেডাল অফ আর্টস’ আর ২০১৪ সালে ‘প্রেসিডেন্সিয়াল মেডাল অফ ফ্রিডম’ ।
বৃষ্টির মতো পুরস্কার ও দর্শক ভালোবাসা পাওয়া মেরিল স্ট্রিপের শুধু দুটো জিনিস ছিলো না – অহংকার আর বাজে কোনো স্ক্যান্ডাল ।
You must be logged in to post a comment.