ন্যায্য পারিশ্রমিকের দাবিতে আন্দোলন করছেন হলিউডের অভিনেতা, লেখক ও চিত্রনাট্যকারেরা। এর আগে গত ২ মে থেকে প্রতিবাদ ও আন্দোলন করছেন লেখক ও চিত্রনাট্যকারেরা। টম ক্রুজ, রবার্ট ডাউনি জুনিয়র, কিলিয়ান মার্ফি, এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পিউয়ের মতো তারকারা সম্প্রতি তাদের ধর্মঘটে জানিয়েছেন সমর্থন। তাতে সাড়া দিয়ে তিন মাসের বাচ্চা কোলে নিয়ে ধর্মঘটে যোগ দেন ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা ড্যানিয়েল। সঙ্গে ছিলেন তার সন্তানের মা অভিনেত্রী অ্যারিন।
হলিউডের শিল্পীদের দাবি, বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম মেধার ব্যবহারের কারণে প্রভাবিত হচ্ছে ইন্ডাস্ট্রি। তাই পারিশ্রমিক সুনিশ্চিত করা ও এআইয়ের ব্যবহার নিয়ন্ত্রিত করতে হবে।
হলিউড সিনেমায় এআইয়ের ব্যবহার নতুন নয়। সেখানে তৈরি সাই-ফাই ছবিগুলোতে এআইয়ের ব্যবহার নিত্য। এমনকি, এআইয়ের দাপট পৃথিবীতে বাড়লে কী হতে পারে তা নিয়েও বহু ছবি তৈরি হয়েছে হলিউডে। এবার সেই অনিশ্চিয়তা নিয়েই ভুগছে গোটা হলিউড।
You must be logged in to post a comment.