ভারতের চাঞ্চল্যকর রেণুকা স্বামী হত্যাকাণ্ডে ফেঁসে যাচ্ছেন কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা ও তার বান্ধবী পবিত্রা গৌড়া। ৩৩ বছরের যুবক রেণুকা স্বামীকে হত্যাকাণ্ডে অভিনেতা পবিত্র গৌড়া এবং দর্শনের নেতৃত্বে ১৭ জন ব্যক্তি অংশ নেয় এবং পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।
রেণুকা স্বামী অভিনেতা দর্শনের একজন একান্ত ভক্ত ছিলেন। তার বিরুদ্ধে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগ উঠার কয়েকদিন পর কর্ণাটকের বেঙ্গালুরুতে মৃত অবস্থায় পাওয়া যায়। ভারতীয় গণমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, রিমান্ড জিজ্ঞাসাবাদের সময় দর্শনের বান্ধবী পবিত্রা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।
পবিত্রাকে পুলিশ জেরা করে জানতে পেরেছে, তিনিই প্রথম ৩৩ বছরের ওই ভক্তকে জুতো দিয়ে আঘাত করেছিলেন। আর তারপরই নাকি বাকিরাও তার উপর চড়াও হন। তাছাড়াও অভিযোগ দর্শন ও তার দল নাকি রেণুকা স্বামীকে অপহরণ করে তাকে হত্যা করে।
অভিযোগ উঠেছে, অভিনেতা দর্শন নাকি এই খুনের দায় অন্যের কাঁধে চাপানোর জন্য পাঁচ লাখ টাকা ঘুষও দিতে চেয়েছিলেন। তবে ইতিমধ্যেই গাড়িচালক আত্মসমর্পণ করেছেন। অন্যদিকে, ময়নাতদন্তের রিপোর্টে অনুসারে জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই নাকি মৃত্যু হয়েছে।
আর এই সবের মাঝেই প্রকাশ্যে এলো আরও একটি ঘটনা। দর্শনের ফার্মহাউসের সামনে থেকে উদ্ধার হলো অভিনেতার ম্যানেজারের মৃতদেহ। পুলিশ বলছে, আত্মহত্যা করেছেন দর্শনের ম্যানেজার শ্রীধর। বেঙ্গালুরুর ফার্মহাউসেই আত্মঘাতী হন। ঘটনাস্থলে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে।
উল্লেখ্য, কন্নড় অভিনেতার প্রাক্তন ম্যানেজার মল্লিকা অর্জুনও ২০১৮ সাল থেকে বিগত প্রায় ছয় বছর ধরে নিখোঁজ। দর্শনের সঙ্গে মনোমালিন্যের জন্যই নাকি তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। তবে ঘটনা যাই হয়ে থাকুক না কেন, এখনও তাঁর কোনও খোঁজ মেলেনি।
You must be logged in to post a comment.