মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

হঠাৎ কার ওপর চটলেন অভিনেত্রী সোহানা সাবা

বিনোদন প্রতিবেদক / ২৭ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ১৮, ২০২৪
হঠাৎ কার ওপর চটলেন অভিনেত্রী সোহানা সাবা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

শোবিজ ইন্ডাস্ট্রির আলোচিত মডেল ও অভিনেত্রী সোহানা সাবা। ছোটপর্দা কিংবা বড়পর্দা, এমনকি ওটিটি মাধ্যমেও সমানতালে কাজ করছেন। ইন্ডাস্ট্রিতে কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় তিনি। সেখানে প্রায়ই নিজের ক্যারিয়ার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। কখনো কখনো আবার ব্যক্তিগত ও সমসাময়িক বিষয় নিয়েও কথা বলেন।

এবার অনেকটা প্রতিবাদের সুরে কথা বললেন অভিনেত্রী সোহানা সাবা। সোমবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে কোনো এক ব্যক্তির ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি। তবে স্ট্যাটাসে কারও নাম-পরিচয় প্রকাশ করেননি এ অভিনেত্রী।

সোহানা সাবা স্ট্যাটাসে লিখেছেন, ‘আপনি আমি সেইম না ব্রো। আপনি গত ১৫ বছরের (সুবিধা পেতে) চামচামিগুলো একসঙ্গে ডিলিট করতে পারবেন না বলে প্রোফাইল লক করে বসে আছেন (যদিও প্রোফাইল ওপেন থাকলেও আপনার চেহারা দেখতে দু’জনও যাবে না আপনার প্রোফাইলে) ।’

‘জুলাই-অগাস্ট থেকে বিপদ বুঝতেই ভোল পালটে ফেলেছেন আপনি (কারণ আপনি তো সুবিধাবাদী)। অন্য দলে চামে-চিকন্ মিশে গেছেন। আপনিই নাকি সবচেয়ে সুবিধাবঞ্চিত ছিলেন, আপনিই সিচ্যুয়েশনের সঙ্গে তাল মেরে আজকাল নাকি নীতিবাক‍্যবান…।’

এ অভিনেত্রী আরও লিখেছেন, ‘এদিকে আমি আমার স্টোরিতে স্টিকার মারলে “কে” এটা জানার জন্য আপনার ঘুম হারাম হয় অথবা আমার পোস্টে কেন কমেন্ট করতে দেয়া হচ্ছে না, সেটা নিয়ে আপনার খুব রাগ।’

এদিকে সোহানা সাবা এ স্ট্যাটাস দেয়ার পর নানা প্রশ্ন বাসা বেঁধেছে ভক্ত ও নেটিজেনদের মনে। হঠাৎ কাকে নিয়েই বা এমন ক্ষুভে ফেঁসে উঠলেন তিনি? কেনই বা এমন কঠোর প্রতিবাদী স্ট্যাটাস দিলেন, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন সবাই।

প্রসঙ্গত, কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ডেবিউ হয় সোহানা সাবার। তারপর কয়েকটি সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন। আর ব্যক্তিজীবনে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে ছেলেকে নিয়ে একাই চলছেন এ অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান