শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

স্বামীর গানে স্ত্রী মডেল

বিনোদন প্রতিবেদক / ৬৪ জন দেখেছেন
আপডেট : জানুয়ারি ১২, ২০২৪
স্বামীর গানে স্ত্রী মডেল
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

গত বছরের শেষ দিকে চিত্রনায়িকা আঁচল আঁখি জানান, বছর তিনেক আগে তিনি বিয়ে করেছেন। তাঁর বর সৈয়দ অমি। তিনি গান করেন। একসঙ্গে একটা গান করতে গিয়েই তাঁদের পরিচয়। সেই কাজের সূত্র ধরেই তাঁদের দেখা হয়। সেখানেই সরাসরি আঁচলকে বিয়ের প্রস্তাব দেন অমি।

বিয়ের পরে আবারও এই গায়কের গানে মডেল হয়েছেন আঁচল। সৈয়দ অমি’র নতুন গান ‘মাতাল’র ভিডিওতে ভিন্ন লুকে হাজির হয়েছেন আঁচল। সালাহউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন অমি নিজেই এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। কক্সবাজার শুটকি পল্লীতে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। গানটিতে আরো ছিলেন চলচ্চিত্র অভিনেতা সীমান্ত। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সৈয়দ অমি ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে।

এ প্রসঙ্গে আঁচল বলেন, ‘দক্ষিণ ভারতের আদলে মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে। এই লোকেশনে প্রথমবারের মতো মিউজিক ভিডিও চিত্রায়ণ হয়েছে। এটি ভিন্ন ধাঁচের একটি মিউজিক ভিডিও। এতে দর্শক সিনেমার স্বাদ পাবে, সিনেমার আদলে ভিডিওটি তৈরি হয়েছে। এ রকম মিউজিক ভিডিও খুব কমই হয়। গানটি প্রকাশের পর অনেকেই তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। আশা করছি, সব শ্রেণির দর্শকদের গান-ভিডিও ভালো লাগবে।’

স্বামীর গানে স্ত্রী মডেল

অমি বলেন, ‘এটি আমার অনেক পছন্দের একটি গান। গানের সঙ্গে মিল রেখে অসাধারণ একটি গল্প তৈরি করে ভিডিওটি নির্মিত হয়েছে।’

এদিকে বর্তমানে আঁচল অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘কর্পোরেট’, ‘চিৎকার’, ‘আয়না’, ‘কাজের ছেলে’, ‘যমজ ভূতের গল্প’, ‘চাঁদনী’ ও ‘এক পশলা বৃষ্টি’ সিনেমাগুলো। চলতি বছরই সিনেমাগুলো মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়াও তার হাতে রয়েছে নতুন কয়েকটি সিনেমার কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান