নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। ভক্তরা মুগ্ধ ছিল ঊর্মিলার নাচে, শরীরী বিভঙ্গে। এবার শিরোনামে এলেন বিচ্ছেদের খবরে। বিয়ের আট বছর পর বিচ্ছেদের পথে হাঁটছেন এই অভিনেত্রী।
গত কয়েক মাসে একের পর এক বিচ্ছেদের খবর উঠে এসেছে রুপোলি পর্দার দুনিয়ায়। সূত্রের খবর, সেই তালিকায় এবার নাম উঠছে ঊর্মিলার। স্বামী মহসিন আখতার মিরের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের একটি সূত্র জানিয়েছে, আট বছরের দাম্পত্য ভেঙে নতুন পথে এগোতে চাইছেন ‘রঙ্গিলা-গার্ল’। এ বিষয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। ঠিক কী কারণে বিচ্ছেদ হতে চলেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে এ-ও জানা গিয়েছে, এই বিচ্ছেদ হয়তো আপোসে সম্ভব হবে না। ফলে আইনি লড়াইয়ে জড়াতে চলেছেন ঊর্মিলা।
উল্লেখ্য, ২০১৬ সালে মহসিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঊর্মিলা। একে ভিন্ ধর্মে বিবাহ, তার উপর মহসিনের থেকে প্রায় ১০ বছরের বড় ঊর্মিলা। ব্যক্তিগত পরিসরে বিয়ে সেরেছিলেন তারা।
You must be logged in to post a comment.