বাংলাদেশের নাটকপাড়ার অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি একাধারে মডেল, অভিনেত্রী এবং উপস্থাপিকা হিসেবে সবার হৃদয় জয় করেছেন। দেশের নাট্যাঙ্গনে তার যাত্রা শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে।
অমিতাভ রেজা চৌধুরী একটি বিজ্ঞাপনে অংশ নিয়ে রাতারাতি হয়ে যান তারকা। দেশের নামকরা কিছু গানের শিল্পীদের মিউজিক ভিডিওতে তিনি কাজ করেছেন।
বর্তমানে দেশের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের ভেতরে একজন তিনি। টেলিফিল্ম, ধারাবাহিক নাটক এবং ওটিটিতে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন। এই ব্যস্ততায় নিজেকে ঠিক সময় দিয়ে উঠতে পারেন না।
এবার তিনি ঘুরতে বেরিয়েছেন দেশের বাইরে। আমেরিকা, মেক্সিকো , ভারতের কাশ্মীরসহ বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছেন এই নায়িকা। সঙ্গে বিভিন্ন সময়ে দেখা গেছে ছোটপর্দার আরেক জনপ্রিয়মুখ মেহজাবিন চৌধুরী এবং তাসনিয়া ফারিণকে।
তানজিন তিশা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইন্সটাগ্রামেও অনেক সরব। বিভিন্ন সময়ে নিজের বিভিন্ন আপডেট পোস্ট করে থাকেন তিনি। আর এবার তার বিদেশ ভ্রমণের বেশ কিছু ছবি তিনি শেয়ার করছেন নিয়মিত। পাচ্ছেন দর্শকদের ভূয়সী প্রশংসাও।
সম্প্রতি মেক্সিকোর সমুদ্রপাড়ে কানকুনে যেয়েও উষ্ণতা ছড়িয়েছেন। পোস্ট করেছেন সেখানকার ছবি আর ভিডিও।
You must be logged in to post a comment.