সোমবার ৭৪ তম এমি অ্যাওয়ার্ডের আসর বসেছিল লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে। তারকাদের মেলা বসেছিল জমকালো এমির আসরে।
এবারের আসরে ছিল এইচবিও-এর জয়জয়কার। এইচবিও জিতেছে এগারোটি পুরস্কার। ডিজনি ও অ্যাপল জিতেছে চারটি করে পুরস্কার। আর নেটফ্লিক্সের ঘরে গিয়েছে তিনটি পুরস্কার।
‘Succession’ and ‘Squid Game’ big winners at television’s Emmys
সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে ‘সাকসেশন’। সেরা কমেডি সিরিজের পুরস্কার জিতেছে ‘টেড লাস্যো’।’স্কুইড গেম’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার উঠেছে হোয়াং ডং-হিউক-এর হাতে।
প্রথম এশিয়ান হিসেবে সেরা অভিনেতা ক্যাটাগরিতে এমি জয় করে ইতিহাস গড়েছেন ‘স্কুইড গেম’ তারকা লি জাং-জাই। ‘ইউফোরিয়া’র জন্য জেনদায়ার হাতেও উঠেছে সেরা অভিনেত্রীর ট্রফি।
সেরা কমেডি অভিনেতার পুরস্কার উঠেছে জ্যাসন সুডেইকিসের হাতে। লিমিটেড সিরিজ থেকে সেরা অভিনেতা হিসেবে মাইকেল কিটন এবং সেরা অভিনেত্রী হিসেবে অ্যামান্দা সেফ্রেইডকে পুরস্কার দেয়া হয়েছে।
৭৪ তম এমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জনপ্রিয় তারকা কেনান থম্পসন।
You must be logged in to post a comment.