রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন

সৌদি আরবের বিপক্ষে আমরা ৫-০তে জিততে পারতাম : ডি মারিয়া

ফোরাম প্রতিবেদক / ৯৮ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২৩, ২০২২
সৌদি আরবের বিপক্ষে আমরা ৫-০তে জিততে পারতাম : ডি মারিয়া
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সৌদি আরবকে হারিয়ে সুযোগ ছিল নতুন রেকর্ড গড়ারও। উল্টো, সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করে মেসিরা। ম্যাচ হারলেও আর্জেন্টিনা দলের অন্যতম তারকা ফুটবলার ডি মারিয়া মনে করেন, আর্জেন্টিনা ৫-০ গোলে জিততে পারতো।

ম্যাচের প্রথমার্ধেই আর্জেন্টিনার তিনটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। প্রথমার্ধে যে একটি গোল হয় সেটিও পেনাল্টি থেকে পায় আর্জেন্টিনা। ম্যাচ শেষে সৌদি আরবের বিপক্ষে পরাজয়ের কারণ নিয়ে কথা বলেন ডি মারিয়া।

আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। কিন্তু আমরা সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়। তাদের বিপক্ষে আমরা সহজেই ৫-০তে জিততে পারতাম। তারা আমাদের রক্ষণে দুই-তিনবারের বেশি আসেনি।’

সৌদি আরবের বিপক্ষে পরাজয়ের কারণে মেক্সিকো ও পোল্যান্ড ম্যাচ এখন আর্জেন্টিনার জন্য ফাইনাল। ডি মারিয়া জানান, শেষ দুই ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্সটাই দিবে তার দল।

তিনি বলেন, ‘এখনো দুই ম্যাচ বাকি আছে, যেটি আমাদের জন্য ফাইনাল। আমরা নিজেদের সেরাটা দেখিয়েই এগিয়ে যাবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান