শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

সৌদিকে হারালো পোল্যান্ড, চাপ বাড়লো আর্জেন্টিনার

ফোরাম প্রতিবেদক / ১১০ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২৬, ২০২২
সৌদিকে হারালো পোল্যান্ড, চাপ বাড়লো আর্জেন্টিনার
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আর্জেন্টিনাকে হারিয়ে কাতার বিশ্বকাপ মিশন শুরু করা সৌদি আরব নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরেছে পোল্যান্ডের কাছে। পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত খেলেও জয় তুলে নিতে পারলো না আরবের দেশটি। জিয়েলিনস্কি এবং রবার্ট লেভানদোভস্কির গোলে ২-০ ব্যবধানে সৌদি আরবকে হারিয়ে আর্জেন্টিনার ওপর চাপ বাড়ালো পোলিশরা।

শনিবার (২৬শে নভেম্বর) এডুকেশন সিটি স্টেডিয়ামে দিনের তৃতীয় খেলায় পোল্যান্ডের মুখোমুখি হয় সৌদি আরব।

পুরো ম্যাচে আক্রমণে দাপট দেখাল সৌদি আরব। সুযোগও বেশি তৈরি করল তারা। তবে প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দেওয়া এশিয়ায় দলটি এবার তেমন কিছু করতে পারল না।

প্রথমার্ধে ২৬ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিল পোল্যান্ড। জিয়েলনস্কি কর্নার কিক নিলে ভেসে আসা বলে হেড করেন বিয়েলিক। তবে সৌদি ডিফেন্ডার আল সেহরি সেটিকে জালে প্রবেশ করতে দেননি। কিন্তু ৩৯ মিনিটে গোল করে বসেন জিয়েলিনস্কি। একটি প্রতি আক্রমণে বল নিয়ে দ্রুত সৌদির বক্সের মধ্যে প্রবেশ করেন রবার্ট লেওয়ানডস্কি। ডিফেন্ডারদের সঙ্গে কাটিয়ে শেষে বল দেন জিয়েলিনস্কিকে। দারুণ এক শটে তিনি বলটি সৌদির জালে প্রবেশ করান। সুযোগ এসেছিল সৌদিরও। বরং ব্যর্থ হলো পেনাল্টি কাজে লাগাতে, তালগোল পাকাল রক্ষণে। পেনাল্টির মতো নিশ্চিত সুযোগ মিস করে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা।

‘সি গ্রুপের’ পরের ম্যাচে মেক্সিকোর সঙ্গে অবশ্যই জিততে হবে আর্জেন্টিনাকে। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে ওই ম্যাচে জিততেই হবে লিওনেল মেসিদের। হারলে নিশ্চিত বিদায়ের ঘণ্টা বেজে যাবে দুইবাররে বিশ্ব চ্যাম্পিয়নদের।

এই ম্যাচ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেল পোল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সৌদি আরব এবং আগের ম্যাচ ড্র করার কারণে মেক্সিকোর পয়েন্ট ১। তারা আছে তিন নম্বরে। অপরদিকে প্রথম ম্যাচে হারের পর মেসিদের অবস্থান চার।

আজকের ম্যাচের ম্যাচের শুরু থেকে দারুণ আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সৌদি। একের পর এক আক্রমণে চালাতে থাকে তারা। বেশ কয়েকবার গোলের দারুণ সুযোগও তৈরি করে তারা।

কিন্তু শেষ মুহূর্তে সে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি সৌদি। বিশেষ করে পোল্যান্ডের গোলরক্ষক ওজিয়েক সিজিসনি সৌদি আরবের বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান