বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

সোহানুর রহমান সোহানের মৃত্যুতে যা বললেন শাকিব খান

ফোরাম প্রতিবেদক / ৫৬ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২৩
সোহানুর রহমান সোহানের মৃত্যুতে যা বললেন শাকিব খান
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

গুণী নির্মাতা সোহানুর রহমান সোহান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। বরেণ্য এই পরিচালকের মৃত্যুতে বিভিন্ন অভিনয়শিল্পী ও নির্মাতা-প্রযোজক শোক প্রকাশ করেছেন।

অন্যদের মতো শোক প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানও। এদিন রাত সাড়ে ৮টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে শোক প্রকাশ করেন নায়ক।

এ তারকা লেখেন, ‘এই তো কয়েকদিন আগেও সোহান ভাইয়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হচ্ছিল। বলছিলেন, তিনি অসুস্থ, উন্নত চিকিৎসা নিতে জাপান যাবেন। কিন্তু আজ সন্ধ্যায় হঠাৎ করে খবরটি পেয়ে আঁতকে উঠলাম। জানলাম, ভাবীর মৃত্যুর একদিন পরই সোহান ভাইও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

এরপরই ঢালিউড সুপারস্টার লেখেন, ‘আমার এই শাকিব খান নামটি সোহান ভাইয়ের দেয়া। সত্যি কথা বলতে তার সম্পর্কে কিছু বলার বা লেখার ভাষা হারিয়ে ফেলেছি। ভাবী এবং সোহান ভাইকে মহান আল্লাহ পরপারে শান্তিতে রাখুন।’

উল্লেখ্য, শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯)-এর পরিচালক ছিলেন সোহানুর রহমান। এই সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু হয়েছিল এ তারকার।

এদিকে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহানুর রহমান সোহানের স্ত্রী মারা যান। এর পরদিনই না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য এ পরিচালক।

১৯৭৭ সালে পরিচালক শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন সোহানুর রহমান সোহান। এরপর শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এজে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলি সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) সিনেমায় সহকারী হিসেবে কাজ করেন।

একক ও প্রধান পরিচালক হিসেবে তার প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)। নির্মাতা হিসেবে ক্যারিয়ার প্রথম সফলতা পান অমর নায়ক সালমান শাহ ও চিত্রনায়িকা মৌসুমীর অভিষেক সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩) পরিচালনার মধ্য দিয়ে। এ পরিচালকের উল্লেখযোগ্য চলচ্চিত্র হল: ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯), ‘স্বামী ছিনতাই’, ‘আমার জান আমার প্রাণ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘কোটি টাকার প্রেম’, ‘সে আমার মন কেড়েছে’, ‘দ্য স্পিড’ ও ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ইত্যাদি।

তিনি চলচ্চিত্র সংগঠক হিসেবেও প্রশংসিত। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব ও সভাপতি হিসেবে বেশ কয়েক দফায় দায়িত্ব পালন করেছেন।

শুটিংয়ের জন্য প্রস্তুত ছিল এই নির্মাতার নতুন তিনটি ছবি। এগুলো হলো ‘অবলা নারী’, ‘জেদী’ ও ‘স্বপ্নের রাজকুমার’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান