এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়গুনে দুই বাংলাতেই খ্যাতি লাভ করে নিয়েছেন এই অভিনেত্রী।
পর্দার পরিচিত এই মুখ সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে প্রায়ই নিজের নতুন নতুন ছবি-ভিডিও পোস্ট করেন তিনি। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও বিভিন্ন রিঅ্যাকশন ও মন্তব্য করে ভাসিয়ে দিয়ে থাকেন প্রিয় তারকাকে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেন জয়া আহসান। সেখানে প্রকৃতির ভেতরে নিজেকে খুঁজে বেড়াতে দেখা যায় নায়িকাকে।
জয়াকে ছবিগুলোয় পৃথক পৃথক জায়গায় দেখা গেছে। কোনো ছবিতে তাকে পুকুরের সামনে বসে থাকতে দেখা গেছে। আবার কোনো ছবিতে দেখা যাচ্ছে গাছের পাশে দাঁড়িয়ে আছেন তিনি।
অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন—মানুষের কথা ভাবতে চাইনি আমি। আমি চেয়েছিলাম গাছ, গন্ধ ও রঙ। কাঠের শিফট ছায়া, যে ভাষা বলেছে বুঝতে পেরেছি আমি।
তিনি লেখেন, ‘আমার ইচ্ছা ছিল আমি যদি এর মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারতাম। শীতে একটি পাখি বা শিয়ালের মতো বাস করতে পারতাম। আমি যা কিছু দেখেছি তা আমাকে ছাড়া তাদের সমাধান করতে ছেড়ে যেতে পারতাম!’
জয়া ছবিগুলো পোস্ট করতেই তাতে নজর পড়ে নেটাগরিকদের। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ছবিগুলোয় রিঅ্যাকশন পড়েছে ৩৫ হাজারের বেশি এবং মন্তব্য পড়েছে প্রায় তিন হাজার।
You must be logged in to post a comment.