যৌন হেনস্থার অভিযোগ তুললেন প্রাক্তন ‘নিকেলোডিয়ান’ তারকা অ্যালেক্সা নিকোলাস। এই প্রসঙ্গে মুখ খুললেন জো জোনাস। ইতোমধ্যে সোফি টার্নারের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে জোর।
অ্যালেক্সার অভিযোগ করেন, জো নাকি তাঁকে বার বার বিরক্ত করতেন। তাঁদের বিবস্ত্র ছবি চাইতেন। সেই সময় অবিবাহিত ছিলেন গায়ক জো। সম্প্রতি লস এঞ্জেলেসে ডোজার স্টেডিয়ামে অনুষ্ঠান করতে গিয়ে এই অভিযোগের জবাব দিয়েছেন জো।
তিনি বলেন, ‘‘চার বছর এক অসাধারণ দাম্পত্যের পর আমরা যৌথ ভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিই। গত সপ্তাহটা খুব কঠিন ছিল আমার জন্য। এটুকু বলতে পারি, এমন কোনও কথায় বিশ্বাস করবেন না যা আমার মুখে শোনেননি।’’
উল্লেখ্য জোয়ের বিরুদ্ধে এমন অভিযোগ এই প্রথম নয়। এর আগেও একাধিক বার তাঁর বিরুদ্ধে এমন হেনস্থার অভিযোগ উঠেছে। কয়েক বছর আগে ‘জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট’-এর মঞ্চে মজার ছলে জোয়ের বিষয়ে এমন তথ্য ফাঁস করেছিলেন খোদ সোফিই। জো অবশ্য বরাবরই বিতর্ক এড়িয়ে চলেছেন।
You must be logged in to post a comment.