বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন

সোনার চরের জায়েদ খান নিজেকে নিয়ে যা বললেন

বিনোদন ডেস্ক / ১৮০ জন দেখেছেন
আপডেট : এপ্রিল ১২, ২০২৪
সোনার চরের জায়েদ খান নিজেকে নিয়ে যা বললেন
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিনোদনের প্রধান মাধ্যম চলচ্চিত্র। ঈদ উৎসবে তাই সিনেমা হলের চৌকাঠে ভিড়টা জমে বেশি। দর্শকরা উপভোগ করেন প্রিয় তারকার কাজ। আর তারকারা? ঈদের দিনে তাঁরাও কি ছবি দেখেন? বেশিরভাগ উত্তরটা এসেছে ‘হ্যাঁ’। সেই গল্প জানা গেল জায়েদ খানের বয়ানে—

এক যুগের বেশি সময় পর আবারও ঈদে আমার সিনেমা মুক্তি পাচ্ছে। নির্মাতা জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’। এর আগে আমার অভিষেক সিনেমা ‘ভালোবাসা ভালোবাসা’ মুক্তি পেয়েছিল ঈদে। এবারও একটা সিনেমা আসছে, আমার বিশ্বাস সোনার চর দেখে দর্শকরা হতাশ হবেন না। ছবিটির জন্য যে কষ্ট করেছি, সেটা দেখে নিন্দুকেরা চুপ হয়ে যাবে।

অন্যদিকে, ছোটবেলায় খুব সিনেমাপাগল ছিলাম আমি। সুযোগ পেলেই সিনেমা দেখতাম। আমার বেড়ে ওঠা পিরোজপুরে। স্কুলজীবন সেখানেই কেটেছে। এসএসসি’র পর ঢাকায় এসে ঢাকা সিটি কলেজে ভর্তি হই। তখন ফার্স্ট ইয়ারে পড়ছি। ঈদে বাড়িতে গেলাম। ঈদের সময় মুক্তি পেল সালমান শাহর ‘স্বপ্নের ঠিকানা’। আমার এখনও স্পষ্ট মনে আছে, কয়েকজন বন্ধু মিলে আমরা সিনেমাটি দেখতে হলে গেলাম। সে কী সিনেমা! আমার দেখা সালমান শাহ-শাবনূর জুটির সেরা সিনেমা এটি। সালমান শাহর প্রতি আরও বেশি মুগ্ধতা তৈরি হলো। তাকে কিন্তু একটা সময় দারুণভাবে অনুসরণও করেছি আমি। তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি।

আমার মনে আছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তখন সালমান শাহর মতো করে মাথায় স্কার্ফ বাঁধছি। কানে ছিদ্রও করেছিলাম, তাঁর মতো করে দুল পরেছি। ডান হাতে ঘড়ি পরেছি। নব্বই দশকে সালমান শাহকে কেউ ফলো করেনি যদি বলে, আসলে সেটা মিথ্যা বলা হবে। সত্যিই তিনি ফ্যাশন আইকন। এমনটাই আমি মনে করি।
আর ঈদে সোনার চর মুক্তি পাচ্ছে, দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান