বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

সেরা স্ক্রিন প্লের পুরস্কারটি গেল ‘অ্যানাটমি অব আ ফল’র ঘরে

বিনোদন ডেস্ক / ৪৪ জন দেখেছেন
আপডেট : মার্চ ১১, ২০২৪
সেরা স্ক্রিন প্লের পুরস্কারটি গেল ‘অ্যানাটমি অব আ ফল’র ঘরে
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

চলছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ৯৬তম আসর। ১১ মার্চ লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে চোখধাঁধানো এ আয়োজনের ঘোষণা শুরু হয়েছে। জাঁকাল এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জিমি কিমেল।

চলতি বছরের সেরা স্ক্রিন প্লের পুরস্কার গেছে ‘অ্যানাটমি অব আ ফল’ চলচ্চিত্রের দখলে। স্ক্রিন প্লে লিখেছেন জাস্টিন ট্রিয়েট ও আর্থার হারারি (ব্যক্তিজীবনেও তারা পার্টনার)। ফেঞ্চ কোর্টরুম এ ড্রামাতে এক নারীকে তার স্বামী হত্যার দায়ে অভিযুক্ত হতে দেখা যায়। এদিকে পুরস্কার পাওয়ার পর ট্রিয়েট বললেন, ‌‘তোমরা (অভিনেতা-অভিনেত্রী) আসলেই অসাধারণ করেছ।’

৯৬তম অস্কারে মনোনয়নপ্রাপ্ত অন্যতম চলচ্চিত্র ‘অ্যানাটমি অব আ ফল’। সেরা চলচ্চিত্র, সেরা চিত্রনাট্যসহ ৫টি বিভাগে মনোনয়ন পেয়েছে এটি।

এদিকে সেরা অ্যাডাপেটেড স্ক্রিন প্লের পুরস্কার পেয়েছে ‘আমেরিকান ফ্রিকশন’। সেরা মেকআপের পুরস্কার গেছে মার্টিন স্করসেসি, ‘পুওর থিংস’র ঘরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান