শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন

সেরা করদাতা ফরিদুর রেজা, আব্দুল মুক্তাদির ও শাইখ সিরাজ

ফোরাম প্রতিবেদক / ৭৮৯ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ৮, ২০১৯
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ সেরা করদাতা নির্বাচিত হয়েছেন।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রকাশিত সেরা করদাতার তালিকায় বেতনভোগী ক্যাটাগরিতে রয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির এবং সাংবাদিক ক্যাটাগরিতে শাইখ সিরাজ।

এ বছর সেরা করদাতা হলেন যারা
সাংবাদিক ক্যাটাগরিতে সেরা করদাতাদের মধ্যে রয়েছেন: ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক আজাদী সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল।

আগামী ১৪ নভেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে কর কার্ড তুলে দেওয়া হবে।

এনবিআর প্রতিবছর বিভিন্ন শ্রেণিতে সেরা করদাতাদের সম্মাননা হিসেবে কর কার্ড দেয়। সেরা করদাতারা জাতীয় যেকোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়াসহ যেকোনো স্থানে সর্বাধিক অগ্রাধিকার পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান