চরকি অ্যাওয়ার্ডস-২০২২ জিতলেন ঢালিউড তারকা শবনম বুবলী। আরও একটি সেরা অভিনেত্রীর পুরস্কার যোগ হলো তার ঝুলিতে। শনিবার (৮ অক্টোবর) এ পুরস্কার পান তিনি।
‘টান’ চলচ্চিত্রে অভিনয় করে ‘ক্রিটিকস চয়েস’-এ সেরা বুবলী। জুরি বোর্ড, আয়োজক ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে ছবি পোস্টও করেছেন এ তারকা।
বুবলী-অপুর পর শাকিবের জালে কোন নায়িকা !
এ সিনেমার পরিচালনা করেন রায়হান রাফি। বুবলীর বিপরীতে অভিনয় করেন সিয়াম আহমেদ।
কার্নিভ্যাল নিয়ে বিনোদনজগতের তারকাদের মধ্যে বেশ আগ্রহ ও উদ্দীপনা ছিল। গত কয়েক দিন সামাজিক যোগাযোগমাধ্যমে চরকি কার্নিভ্যালের অভিনব আমন্ত্রণপত্র নিয়ে আলোচনাও হয়েছে। এ বছরই প্রথম চরকি এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের চমক দেখালেন। চরকির এক বছর পূর্তিতে এ আয়োজন। মোট ১৭টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।
চলচ্চিত্র বিভাগে জয়ী হলেন যারা-
সেরা সিনেমা: খাঁচার ভেতর অচিন পাখি
সেরা অভিনেতা (নারী), সাবস্ক্রাইবার্স চয়েস: মেহ্জাবীন চৌধুরী (রেডরাম)
সেরা অভিনেতা (নারী), ক্রিটিকস চয়েস: শবনম বুবলী (টান)
সেরা অভিনেতা (পুরুষ), সাবস্ক্রাইবার্স চয়েস: চঞ্চল চৌধুরী (মুন্সিগিরি)
সেরা অভিনেতা (পুরুষ), ক্রিটিকস চয়েস: ফজলুর রহমান বাবু (খাঁচার ভেতর অচিন পাখি)
সেরা অভিনেতা (পার্শ্বচরিত্র): নাজিয়া হক অর্ষা
সেরা পরিচালক: মিজানুর রহমান আরিয়ান (নেটওয়ার্কের বাইরে)
সেরা গল্প ও চিত্রনাট্য: যোবায়েদ আহসান ও মিজানুর রহমান আরিয়ান (নেটওয়ার্কের বাইরে)
You must be logged in to post a comment.