শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন

সেন্সর পেয়েছে ববি-রোশানের ‘পাপ’, ঈদে মুক্তি

ফোরাম প্রতিবেদক / ২৪৬ জন দেখেছেন
আপডেট : মার্চ ৬, ২০২৩
সেন্সর পেয়েছে ববি-রোশানের ‘পাপ’, ঈদে মুক্তি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেল জিয়াউল রোশান ও ইয়ামিন হক ববি অভিনীত ‘পাপ’ চলচ্চিত্রটি। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

নিজের ফেসবুকে আজিজ লিখেছেন, “সিনেমা: ‘পাপ’ (প্রথম চাল) সেন্সর বোর্ডের সকল সম্মানিত সদস্যগণের ভূয়সী প্রশংসাসহ আজ ‘পাপ’ (প্রথম চাল) -এর আনকাট সেন্সর সার্টিফিকেট পেলাম।”

এরপর সিনেমাটির মুক্তি প্রসঙ্গে তিনি লেখেন, ‘সিনেমাটি খুব ভালো হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া পবিত্র রোজার ঈদ, ২০২৩-এ মুক্তি দেয়ার সকল প্রস্তুতি গ্রহণ করেছে।’

জাজের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। এর আগে সিনেমাটির গল্প নিয়ে তিনি জানিয়েছিলেন, এটি থ্রিলার ধাঁচের। এতে নানা রকম কমার্শিয়াল উপাদানও রয়েছে। সিনেমাটিতে চারটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। এর মধ্যে একটি ছেলে আর তিনটি মেয়ে।

ববি-রোশান ছাড়াও এতে গুরুতবপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া মাহা, আরিয়ানা, আমান রেজাসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান