এবার নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে একসঙ্গে সময় কাটাচ্ছেন ঢালিউড তারকা অপু বিশ্বাস ও ছেলে আব্রাহাম খান জয়। ভিডিওটি ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।
এক মিনিট ৪৭ সেকেন্ডের ওই ভিডিওতে সম্পূর্ণ অপু বিশ্বাস ও আব্রাহাম খান জয়কে দেখা গেলেও দেখা যায়নি শাকিবকে। তবে ছেলের সঙ্গে শাকিবের কথোপকথন নেপথ্যে শোনা যাচ্ছিল। শাকিব জয়কে জিজ্ঞাসা করছে তুমি কোথায় আছো, জয় বলছে হর্স কার অর্থাৎ ঘোড়ার গাড়ি। অপু আবার ছেলে জয়ের কাছে পার্কের নাম জানতে চায়। আর নেপথ্যে শাকিব জয়কে পার্কের নাম বলে দিচ্ছে। জয় পার্কের নাম বলছে ‘সেন্ট্রাল পার্ক’। শাকিবকে এও বলতে শোনা যাচ্ছে–এখানকার জায়গাটা খুব সুন্দর।
ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রিয়তমা’ ৭ জুলাই যুক্তরাষ্ট্র আর কানাডায়ও মুক্তি পায়। সেজন্য ২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। ১৩ জুলাই রাতে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দেন অপু বিশ্বাস। এরপর ছেলেকে সঙ্গে নিয়ে সাবেক একসঙ্গে ঘোরাঘুরি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
গত কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, ফের মিলিত হচ্ছেন শাকিব-অপু। বিষয়টি নিয়ে শাকিব-অপু গণমাধ্যমকে না জানালেও ছেলেকে সঙ্গে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে ঘোরাঘুরি ভিডিও সুসম্পর্কের ইঙ্গিতই বহন করে।
You must be logged in to post a comment.