বহু জল্পনা-কল্পনার পর অবশেষে ভারতের একই দিনে বৃহস্পতিবার বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের অভিনীত সিনেমা ‘জওয়ান’। আর এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পেল কোনো বলিউড সিনেমা। ভারতের মতো বাংলাদেশের প্রেক্ষাগৃহেও ‘জওয়ান’ নিয়ে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো।
এদিকে এরই মধ্যে শুক্রবার মুক্তি পেয়েছে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নিপুণ অভিনীত সিনেমা ‘সুজন মাঝি’। সিনেমাটি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই চিত্রনায়িকা বলেন, আমার মনে হয় যারা ‘জওয়ান’ দেখবেন তারা ‘সুজন মাঝি’ও দেখবেন।
‘জওয়ান’ এই উন্মাদনার মধ্যে ‘সুজন মাঝি’ সিনেমাটি দর্শক কতটা গ্রহণ করবে? এমন এক প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে নিপুণ বলেন, ‘দর্শক শুধু যে এক ধরনের সিনেমা দেখবে তা কিন্তু নয়। এর আগেও আমাদের দেশের হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে, এতে কিন্তু বাংলা সিনেমার দর্শক কমে গেছে তা কিন্তু নয়।’
নিপুণ আরও বলেন, ‘‘এবারের চ্যালেঞ্জটা ভারতের সঙ্গেই আমাদের এখানে সিনেমাটি মুক্তি পাচ্ছে। তবে আমার মনে হয় যারা ‘জাওয়ান’ দেখবেন তারা ‘সুজন মাঝি’ও দেখবেন। এটি এমন একটি সিনেমা যেখানে আমাদের অপূর্ব বাংলাকে দেখা যাবে। ‘সুজন মাঝি’ নিজ গুণে দর্শক পাবে, সেটি বিশ্বাস করি।’’
সারাদেশে ১৯টি প্রেক্ষাগৃহে শুক্রবার (৮ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে ‘সুজন মাঝি’। পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনী, সংলাপ চিত্রনাট্য ও গান রচনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু নিজেই।
এই সিনেমায় জুটি হয়েছেন ফেরদৌস ও নিপুণ। ছবিটি নিয়ে নায়ক ফেরদৌস বলেন, ‘সুজন মাঝি একটি ফোক সিনেমা। গ্রামীণ আবহে নির্মিত এই সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে গ্রামীণ সৌন্দর্য। তিনি বলেন, দেলোয়ার জাহান ঝন্টু ভাই একজন সুনির্মাতা। অসংখ্য দর্শকনন্দিত সিনেমা তিনি উপহার দিয়েছেন। আশা করি দর্শকদের ভালো লাগবে।
নায়িকা নিপুণ বলেন, এই গল্প নৌকার কথা বলবে, বলবে গ্রামের কথা। আমার, আপনার জীবনের কথা বলবে। নতুন প্রজন্ম এই সিনেমা দেখে জানতে পারবে আমাদের দেশটা কেমন। তাই পেক্ষাগৃহে পরিবার নিয়ে সিনেমাটি উপভোগ করুন।
উল্লেখ্য, দেলোয়ার জাহান ঝন্টুর ৮১তম সিনেমা ‘সুজন মাঝি’। এতে ফেরদৌস-নিপুণ ছাড়া আরও অভিনয় করেছেন রাতুল, তিথি, গাঙ্গুয়া প্রমুখ।
You must be logged in to post a comment.