টেলর সুইফটের নাম জানে না, এমন পপ সংগীত প্রেমী পাওয়া যাবে না। তবে টেলরের জনপ্রিয়তার সঙ্গেই পাল্লা দিতে পারে তার পোষ্য বিড়াল অলিভিয়া বেনসনও। চারপেয়ের সম্পত্তির পরিমাণ যা, তা এই গ্রহের জীবিত বহু মানুষেরও ভাবনারও বাইরে।
যাঁরা পপ সংগীত শুনতে ভালোবাসেন, তাঁদের কাছে টেলর সুইফটের আর কোনও পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। ৩৩ বছরের মার্কিনি গায়িকা সারা বিশ্বে জনপ্রিয়। ‘শেক ইট অফ’ গায়িকার পোষ্য বিড়ালটি এবার খবরে। কারণ ছোট্ট মিষ্টি চারপেয়ের সম্পত্তির পরিমাণ মাথা ঘুরিয়ে দেবে। টেলরের বিড়ালের নাম অলিভিয়া বেনসন। অলিভিয়া গান গাইতে পারলে, অবশ্যই টেলরকে গেয়ে শোনাত ‘লুক হোয়াট ইউ মেড মি ডু’। রোলিং স্টোনের রিপোর্ট বলছে অলিভিয়া এখন বিশ্বের ধনীতম পোষ্যদের তালিকায় তিনে। তার মোট সম্পত্তির পরিমাণ ৯৭ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৮০০ কোটি টাকা)। হ্যাঁ, ঠিকই পড়েছেন আপনি, ৮০০ কোটি টাকা।
You must be logged in to post a comment.