রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে বলে মনে করা হয়। কিন্তু একজন সংগীত শিল্পীও যে মূল্যস্ফীতির কারণ হতে পারেন, তা কি কেউ ভেবেছিল? সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে। অমেরিকান সংগীত তারকা বিয়ন্সে নোয়েলসকে সুইডেনের মূল্যস্ফীতির জন্য দায়ী করা হয়েছে।
বিবিসির খবর অনুযায়ী, গত মাসে এই শিল্পীর ওয়ার্ল্ড ট্যুর ঘিরে সুইডেনে হোটেল ও রেস্তোরাঁর চাহিদা এতই বাড়ে যে মূল্যস্ফীতির পারদ চড়ে যায়। গত মে মাসে দেশটিতে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭ শতাংশ, যা প্রত্যাশার চেয়ে বেশি। বিয়ন্সের কানসার্ট ঘিরে হোটেল-রেস্তোরাঁর খরচ বৃদ্ধিকে এর কারণ হিসেবে মনে করা হচ্ছে।
ডেনমার্কের বৃহত্তম দানস্কে ব্যাংকের অর্থনীতিবিদ মাইকেল গ্রান জানান, বিয়ন্সের কারণে সুইডেনের হোটেল খরচ বেড়েছে। বিনোদন ও সাংস্কৃতিক খাতের খরচ অপ্রত্যাশিত বৃদ্ধির পেছনেও তিনি কারণ হতে পারেন বলেও মনে করেন এ অর্থনীতিবিদ।
বিবিসিকে গ্রান বলেন, ‘মূল্যস্ফীতির জন্য আমি বিয়ন্সেকে দোষ দেব না। কিন্তু তার পারফর্ম্যান্স ও সুইডেনে অনুষ্ঠান দেখার জন্য দৃশ্যত কিছু একটা যোগ করেছে।’
সাত বছরের মধ্যে বিয়ন্সে নোয়েলসের এই প্রথম একক ট্যুর যা বিশ্বে বড় ধরনের অর্থনৈতিক প্রভাব ফেলেছে। সেপ্টেম্বরে শেষ হতে যাওয়া এই ট্যুর থেকে প্রায় ২০০ কোটি পাউন্ড আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এয়ারবিএনবি বিবিসিকে জানিয়েছে, বিয়ন্সের ট্যুর ঘোষণার পর, কনসার্ট হতে যাওয়া শহরগুলোতে থাকার জায়গা খোঁজার হার বেড়ে যায়। অনেক কনসার্টের টিকেট বিক্রি হয়ে যায় কয়েক দিনের মধ্যেই। এ ছাড়া খুচরা বাজারে জিনিসপত্রের দাম হঠাৎ বেড়ে যায়।
যুক্তরাজ্যের কার্ডিফের কনসার্টে লেবানন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে বিয়ন্সের ৬০ হাজার ভক্তশ্রোতার সমাগম ঘটে। স্টকহোম কনসার্টে দুই রাতে ৪৬ হাজার মানুষ জড়ো হয়। স্টকহোমে পর্যটক সমাগম বেড়ে যাওয়ার পেছনে ‘বিয়ন্সের প্রভাব’ কারণ বলে গত মাসে ওয়াশিংটন পোস্টকে জানায় ট্যুর এজেন্সি ভিজিট স্টকহোম।
অর্থনীতিবিদ মাইকেল গ্রান বিবিসিকে বলেন, একজন তারকার কারণে এতটা প্রভাব দুর্লভ। বড় ধরনের ফুটবল টুর্নামেন্ট হলে সাধারণত এমন প্রভাব পড়ে।
You must be logged in to post a comment.