সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন

সিনেমা থেকে অবসর নিচ্ছেন আমির খান!

বিনোদন ডেস্ক / ২৫ জন দেখেছেন
আপডেট : আগস্ট ২০, ২০২৪
সিনেমা থেকে অবসর নিচ্ছেন আমির খান!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আমির খান—নামটাই সিনে-ব্যাকরণ! একাধারে তিনি যেমন পরিচালক, তেমনই ক্যামেরার খুঁটিনাটিও তাঁর ভালোই জানা। শুধু কী তাই? তিনি বলিউড সিনেপাড়ার ‘প্রোমোশন গুরু’! সিনেমাকে কীভাবে দর্শকদের প্লেট অবধি পৌঁছে দিতে হয়, সেটা আমির খান একাধিকবার ছবি রিলিজের আগে বুঝিয়ে দিয়েছেন। তবে বছরখানেক ধরেই বক্সঅফিসে মিস্টার পারফেকশনিস্টের প্যারামিটার মন্দা! শোনা যাচ্ছে, সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন আমির খান!

সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তী তাঁর পডকাস্ট শো ‘চ্যাপ্টার ২’-এর নতুন পর্বের প্রথম ঝলক প্রকাশ করেছেন। এই পর্বে অতিথি আমির। সেখানে যেমন তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস রয়েছে, তেমনই শাহরুখ খান ও সালমান খানের থেকে তাঁকে দেখতে ভাল কিনা, সে প্রসঙ্গেও কথা বলেছেন আমির। তখনই উঠে আসে সিনেমা থেকে অবসর নেওয়ার বিষয়।

আমির বলেন, ‘আমাকে এবার ছবি থেকে সরতে হবে।’ অভিনেতার এমন মন্তব্য শুনে রিয়া বলেন, ‘মিথ্যে কথা।’ কিন্তু আমির বলেন, ‘আমি সত্যি বলছি।’

আমিরের মন্তব্য ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে। অনেকেই জানতে চেয়েছেন, অভিনেতা হঠাৎ কেন অভিনয় থেকে দূরে সরে যেতে চাইছেন?

এদিকে, কয়েকদিন আগে আমিরপুত্র জুনায়েদ খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর বাবার মন এখন অবসরের দিকে।

জুনায়েদ বলেন, ‘‘বাবা আমাকে বারবার বলেন, ‘আমি তো অবসর নিচ্ছি, তুমি না হয় এবার প্রযোজনা সংস্থার দায়িত্বটা সামলাও।’’

তাহলে কি এবার চলচ্চিত্র থেকে বিদায় নিতে চাইছেন আমির খান! এমন প্রশ্নের জবাব হয়তো সময়-ই ভালো দিতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান