মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৫৫ পূর্বাহ্ন

সিনেমায় কবে দেখা যাবে জানালেন অপূর্ব

ফোরাম প্রতিবেদক / ১১৮ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ২৫, ২০২২
সিনেমায় কবে দেখা যাবে জানালেন অপূর্ব
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বর্তমানে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বিজ্ঞাপনে মডেলিং দিয়ে যাত্রা শুরু করেন তিনি। এরপর ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত ‘বৈবাহিক’ নাটকে অভিনয় করে ছোটপর্দায় অভিষেক করেন অপূর্ব।

পর্দায় নিয়মিত অভিনয় করলেও পাশাপাশি প্রযোজনায়ও অভিষেক করেন এই অভিনেতা। আবার নাটকের গানেও কণ্ঠ শোনা গেছে তার। পরবর্তীতে ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। তবে সিনেমায় একদমই অনুপস্থিত এ তারকা।

নিউ ইয়র্কের কুইন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লড়বে ‘আদিম’

নাটকে অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করলেও এখনো বড় পর্দায় সক্রিয় দেখা যায়নি অপূর্বকে। এ বিষয়ে সম্প্রতি কথা বলেছেন তিনি।

সিনেমায় কেন দেখা যায় না― এই প্রশ্নের জবাবে ছোটপর্দার জনপ্রিয় মুখ বলেন, টিপিক্যাল অ্যানসারই দিতে হবে। ওই যে, ব্যাটে-বলে মিললে। কারণ ওখানেও গ্রহণযোগ্যতার বিষয় রয়েছে।

নাটকের বিষয়ে এই অভিনেতা বলেন, নাটকের ক্ষেত্রে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি আজকের অপূর্ব, শুধু তো আমার জন্য না। অভিনেতা অপূর্ব নামটার পেছনে সবার অবদান রয়েছে। অবদান অস্বীকার করার মতো না। আমি আসলে নাটকের ইন্ডাস্ট্রিকে খুব আপন মনে করি, নিজস্ব মনে করি। ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, আমার সম্মানের জায়গা। এই নাটককে ঘিরেই আমার স্বপ্ন।

বন্ধ হতে চলেছে ‘লালকুঠি’?

তিনি আরও বলেন, সিনেমায় যখন ভালো কাজ, ভালো চরিত্র আমাকে প্রস্তাব করা হয়, পারিশ্রমিক, ভালো পরিচালক, শিল্পী, সবমিলে যখন ভালো হয় তখন চেষ্টা করি করার। যেহেতু একটা রেডি সেক্টর, আর ওই জায়গায় (সিনেমা) আমি নতুন। তো ব্যাটে-বলে সাধারণত সচরাচর মিলে না। যদি মিলে তখন অবশ্যই কাজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান