দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু তার নিখুঁত অভিনয় ও স্টাইলের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে সফল একজন অভিনেত্রী। তবে শুরুটা এত সহজ ছিল না। কিন্তু শুরুর দিকে যখন সফলতায় বুঁদ তিনি, ঠিক সেই সময়ই এক ভক্তকে চড় মেরেছিলেন দক্ষিণী এই তারকা।
বলিউডের বিনোদন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশকারী কইমই ইন্ডিয়াগ্লিটজের বরাত জানিয়েছে, ২০১১ সালে একটি শপিংমলে প্রচারমূলক ইভেন্টের সময় জনসমক্ষে এক ভক্তকে চড় মারেন সামান্থা।
সামান্থা তখন ‘ইয়ে মায়া চেসাভা’ এবং ‘বৃন্দাভনম’ সিনেমার সাফল্যে বুঁদ। আর ক্যারিয়ারের গৌরবময় সাফল্যে আচ্ছন্ন অভিনেত্রী রাজ্যের বিভিন্ন এলাকায় এক সিনেমার প্রচারণামূলক ইভেন্টে মনোনিবেশ করছিলেন।
তিরুপতির একটি শপিংমলে ইভেন্ট চলাকালীন দৃশ্যত বিরক্ত হয়েছিলেন সামান্থা। উপস্থিত ভক্তরা তারকাকে দেখার জন্য ভিড় করেন। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ব্যর্থ হয়। তার দেহরক্ষীরাও ব্যর্থ হয় তাকে নিরাপত্তা দিতে। তখন এক ভক্ত সামান্থাকে টেনে ধরায় তাকে চড় মারেন তিনি।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, দক্ষিণী এই তারকা সেই সময় চিৎকার করেন এবং ভক্তদের আচরণে বিরক্ত হয়ে শপিংমল থেকে বের হয়ে গিয়েছিলেন।
You must be logged in to post a comment.