চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সুরেশ কুমার এবং তামিল অভিনেত্রী মেনকার মেয়ে জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। এবার যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন দক্ষিণ ভারতের জনপ্রিয় এ অভিনেত্রী।
গণমাধ্যমের কাছে দেয়া এক সাক্ষাৎকারে কীর্তি বলেন, ‘কখনো এমন পরিস্থিতি দেখবেন জানলে হয়তো অভিনয়ই করতাম না। সিনেমায় সুযোগ দেওয়ার কথা বলে কেউ কেউ বাজে প্রস্তাব দেয়। এমন প্রস্তাব পেলে অন্য কাজ খুঁজব, সিনেমা ছেড়ে দেব।’
তিনি জানান, বছরের পর বছর ধরে বিষয়টি নিয়ে অভিনেত্রীরা সোচ্চার হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। তার নিজের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। তবে অন্য সহকর্মীদের সঙ্গে যা ঘটেছে, তাতে তিনি উদ্বিগ্ন।
‘সিনেমা জগতে কাজ করেন, এমন অনেকেই যৌন হয়রানি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। যদিও এখন পর্যন্ত আমার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। আমাকে কেউ বাজেভাবে প্রস্তাব দেননি।’
কীর্তি সুরেশের প্রথমে শিশুশিল্পী, পরে নায়িকা হিসেবে অভিনয়ের জন্য প্রশংসা কুড়ান কীর্তি। তামিল, তেলেগু, মালয়ালম ভাষার সিনেমায় সমানতালে কাজ করছেন তিনি।
You must be logged in to post a comment.