অভিনয়ের জন্যই মূলত খ্যাতিমান অমিতাভ বচ্চন। তবে বলিউড শাহেনশাহর রয়েছে আরো বেশকিছু গুণ। গান যেমন গাইতে পারেন আবার নিজে রচনাও করতে পারেন।
‘চিনি কম’ খ্যাত পরিচালক বাল্কির নতুন ছবি আসছে আগামী ২৩শে সেপ্টেম্বর। ছবির নাম ‘চুপ’। রোমান্টিক সাইকো থ্রিলারের ধাঁচের এ ছবিতেই নতুন এক রোলে ধরা দেবেন অমিতাভ।
জানা গেছে, ‘চুপ’ ছবির সঙ্গীত রচয়িতা হিসেবে অমিতাভ বচ্চনের আত্মপ্রকাশ ঘটতে চলেছে। মুম্বাইয়ে এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বাল্কি এ তথ্য জানিয়েছেন। ইতোমধ্যে গানের কাজও নাকি শেষ হয়ে গেছে।
সানি দেওল, দুলকির সালমন, পূজা ভাটসহ আরও অনেককে দেখা যাবে বাল্কির নতুন এই ছবির বিভিন্ন চরিত্রে।
You must be logged in to post a comment.