সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

সিনেমায় অভিনয় করতে অর্থ নেন না শাহরুখ খান

বিনোদন ডেস্ক / ২৬ জন দেখেছেন
আপডেট : মে ২১, ২০২৪
পুরস্কারের খরা কেটেছে শাহরুখ খানের
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

১৯৮৮ সালে টিভি শো দিয়ে ক্যারিয়ার শুরু করা শাহরুখ খান ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক, যা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার ২৮ কোটি টাকার বেশি। শুধু টাকার অঙ্কে নয় বলিউডের বর্তমানের সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়কও কিং খান। এই হিসাবে সবচেয়ে পারিশ্রমিক প্রাপ্ত নায়কও তিনি।

তবে শাহরুখ নাকি সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে এক পয়সাও নেন না। ভারতের সাংবাদিক রজত শর্মার ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এসে এমনটাই জানান তিনি।

এই শোতে শাহরুখকে প্রশ্ন করা হয়, ‘সিনেমায় অভিনয়ের জন্য তার পারিশ্রমিক কেমন। উত্তরে শাহরুখ বলেন, তিনি বিভিন্ন শো, এন্ডোর্সমেন্ট ও লাইভ শোর জন্যে টাকা নিলেও সিনেমায় অভিনয় করার জন্য নেন না। তিনি দাবি করেন, গত ২০ বছরে কোনো নির্মাতা বলতে পারবে না, তাদের কাছে তিনি অর্থ চেয়েছেন। সিনেমায় লাভ হলে সেই লভ্যাংশ থেকে নেন কিন্তু সিনেমায় লস হলে সেখান থেকে কিছুই নেন না এই তারকা।

এমন উত্তরের পর তার আয়ের উৎস জানতে চাইলে তিনি বলেন, সিনেমার জন্য পারিশ্রমিক না নিলেও এর বাইরে অনেক কাজ করেন তিনি। সেখান থেকে অর্জিত আয় দিয়ে সংসার চলে যায়। অভিনয় করাকে তিনি পূজার সাথে তুলনা করে জানান, এই কাজ করে তিনি কখনোই পারিশ্রমিক নেবেন না।

বর্তমানে শাহরুখ খান পরিচালক সুজয় ঘোষের ‘কিং’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই সিনেমা দিয়ে শাহরুখকন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে বলেও জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান