বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে সম্পন্ন

ফোরাম প্রতিবেদক / ১৪৫ জন দেখেছেন
আপডেট : ফেব্রুয়ারি ৮, ২০২৩
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে সম্পন্ন
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

রূপকথার বিয়ে সারলেন বলিউডের জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে চার হাত এক হল ‘শেরশাহ’ জুটির। বিকেলেই খবর এসে গিয়েছিল বিয়ে সুসম্পন্ন হয়ে গিয়েছে। তবে মিস্টার অ্যান্ড মিসেস মালহোত্রার প্রথম ছবির অপেক্ষায় বসেছিল ভক্তকূল। রাত ১১টার দিকে বিয়ের অফিসিয়্যাল ছবি পোস্ট করলেন নবদম্পতি।

রাজকীয় বিয়ের ঝলক শেয়ার করে কিয়ারা লেখেন, ‘আমাদের সারাজীবনের পারমানেন্ট বুকিং হয়ে গেল। এই নতুন যাত্রাপথে আপনাদের সবার আর্শীবাদ চাই’। একই বার্তা উঠে এল সিদ্ধার্থের ইনস্টাগ্রামের দেওয়ালে।

বিয়ের তিনটি ছবি শেয়ার করেন কিয়ারা। প্রথম ছবিতে জোড় হাতে পরস্পরের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখা গেল দুজনকে। পরের ছবিতে বরের হাতে হাত রেখে হাসি মুখে পাওয়া গেল কিয়ারাকে। তিন নম্বর ছবিতে কিয়ারার গালে আলতো চুমু খেতে দেখা গেল সিডকে।

বিয়ের আসরে কিয়ারার দেখা মিলল গোলাপি লহেঙ্গায়। জানা যাচ্ছে এই লেহেঙ্গা ডিজাইন করেছেন মণীশ মালহোত্রা। সঙ্গে গলায় ভারী হীরে ও পান্নার নেকপিস। হাতে লাল নয় গোলাপি রঙা চূড়া পরতে দেখা গেল পঞ্জাবি বহুরানিকে। বউকে টেক্কা দিল সিদ্ধার্থের সাজ। আইভরি শেরওয়ানিতে পাওয়া গেল তাকে।

গত কয়েকদিন ধরেই রাজস্থানের সূর্যগড় দূর্গে নজর দুই তারকার অনুরাগীদের। দুই পরিবার ও বন্ধুদের উপস্থিতিতেই শুভ কাজটা সেরে ফেললেন দুজনে। বিয়ের আসরে হাজির ছিলেন করণ জোহর, শাহিদ কাপুর, মীরা রাজপুত, জুহি চাওয়ালা, মণীশ মালহোত্রারা। সূত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান