৩০তম সিঙ্গাপুর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হতে যাচ্ছে। ২১ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। উৎসবে লেওসলি হো এশিয়ান ফিল্ম ট্যালেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হবেন বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকী।
২৩ নভেম্বর নওয়াজউদ্দিনের হাতে তুলে দেয়া হবে এই অ্যাওয়ার্ড। নেটফ্লিক্সের এমি-মনোনীত স্যাকরেড গেমস সিরিজিএর জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি।
নওয়াজ বর্তমানে ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘মতিচুর চানাচুর’ নিয়ে। যেখানে তাকে প্রথমবারের মত দেখা যাবে আথাইয়া শেঠির বিপরীতে। ছবিটি মুক্তি পাবে আগামী ১৫নভেম্বর। এছাড়াও নওয়াজের তালিকায় আরো রয়েছে ‘বলে চুড়িয়া’, ‘দ্য সিরিয়াস ম্যান’, ‘নো ম্যান লেন্ডস’ এবং ‘রাত আকেলি হ্যায়’ নামক সিনেমা।
You must be logged in to post a comment.