শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন

সালমান কখনোই বিয়ে করবেন না: মিঠুন

বিনোদন ডেস্ক / ৩৯ জন দেখেছেন
আপডেট : মে ১১, ২০২৪
সালমান কখনোই বিয়ে করবেন না: মিঠুন
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেছেন, ভারতের অন্যতম প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতা সালমান খান বিয়ে করবেন না।

জি টিভির পুরনো টিভি রিয়েলিটি শো ‘সারেগামাপা’-তে সালমান খানের সঙ্গে একটি এপিসোডে মিঠুন একটি ছবির সেটে সালমান খানের সঙ্গে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

টিভি রিয়েলিটি শো সারেগামাপা-এর উপস্থাপক আদিত্য নারায়ণ যখন তাকে জিজ্ঞাসা করেছিলেন যে জ্যাকি শ্রফ, সালমান খান, সঞ্জয় দত্ত এবং অক্ষয় কুমারের মধ্যে কে তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, মিঠুন চক্রবর্তী কটাক্ষ করেছিলেন, “সালমান খান”।

২০০৫ সালে ‘লাকি: নো টাইম ফর লাভ’ ছবির শুটিং প্রসঙ্গে মিঠুন বলেন, ‘সালমান খুবই ইনোসেন্ট অভিনেতা।

মিঠুন বলেেন, যদিও আমি এখনও পর্যন্ত অনেক চলচ্চিত্র নির্মাতাদের সাথে কাজ করেছি, সালমানের সাথে তিনি যে কয়েকটি ছবিতে কাজ করেছেন তার সেটে ঘটে যাওয়া মজার ঘটনাগুলি ভুলে যাওয়া কঠিন।

আদিত্য নারায়ণ তখন মিঠুনকে জিজ্ঞাসা করেছিল যে তাদের চারজনের মধ্যে কে একজন মোহনীয়, যার উত্তরে মিঠুন বলেছিলেন, “সকলেই”। উল্টে ভাইজানকে নিয়ে বললেন, “সলমন, সে কখনই বিয়ে করবে না। কিন্তু তিনি তাদের সবাইকে বোকা বানিয়েছেন।” ভাইজান নাকি এমনও বলতেন, “দেখুন, আমি বিবাহিত নই, আপনি জানেন! তাই মেয়েটির মনে হয় এত সুদর্শন সুপারস্টার তাকে বিয়ে করবে।” কিন্তু মিঠূন বললেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি সে বিয়ে করবে না। এমন সুদর্শন পুরুষের প্রেমে কে না পড়বে, বলুন তো?”

মিঠুন বলেন, সালমানের জীবনে প্রেমিক-প্রেমিকাদের ঢুকে পড়লেও, সালমানের বিয়ে করার কথা ভাবা এই মেয়েদের ভুল হয়েছে। এখনও পর্যন্ত সোমি আলি খান, সঙ্গীতা, ঐশ্বরিয়া রাই এবং ক্যাটরিনা কাইফের মতো বলিউড সেলিব্রিটিদের সঙ্গে সালমানের গুরুতর প্রেমের সম্পর্ক ছিল, তবে এই সম্পর্কগুলি বিয়ে না করেই শেষ হয়ে গেছে।

কাজের ফ্রন্টে সালমানকে শেষবার ক্যাটরিনা কাইফের সাথে টাইগার ৩-এ দেখা গিয়েছিল। আগামী বছর ঈদে মুক্তি পেতে যাওয়া ‘সিকান্দার’ ছবিতে তাকে দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান