নব্বই দশকের বাংলা ছায়াছবির জগতে সাড়া জাগানো অভিনেতা সালমান শাহর মৃত্যুবার্ষিকী রোববার (৬ সেপ্টেম্বর)। ক্ষণজন্মা এই অভিনেতাকে ঘিরে সহশিল্পীদের অনেকের আছে অসংখ্য স্মৃতি। নন্দিত অভিনেত্রী ববিতাও প্রয়াত এই চিত্রতারকাকে স্মরণ করলেন তার মৃত্যুর দিনে।
তার স্মৃতিচারণায় ববিতা বলেন, সালমান শাহ’র সঙ্গে চারটি সিনেমাতে কাজ করা হয়েছে। ওর অভিনয় ছাড়াও আরো অনেক গুণ ছিল। বড়দের সম্মান করত। সমবয়সীদের সঙ্গে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। শুটিং সেটে আমার সন্তানের মতো এই অভিনেতা আমাকে বলত, ‘আপন-পর বুঝি না, আপনি আমার সুইট মা। তাই মা বলেই আপনাকে ডাকব।’
মা ডাকার বিষয়ে ববিতা বলেন, আমাকে খুশি করার জন্য সে আমাকে মা বলে ডাকত না, সে যতদিন বেঁচে ছিল ততদিনই আমাকে মা ডেকেছে। দুটি ছবিতে তো আমি ওর মায়ের চরিত্রে অভিনয় করেছি। অভিনয় করতে গিয়ে মনে হয়নি সালমান আমার ছেলে নয়, এতটায় আপন ছিল।
আবেগে আপ্লুত হয়ে কিংবদন্তি এ অভিনেত্রী বলেন, ‘আমাদের দেশে যখন প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু হয় তখন ফোনগুলো ছিল অনেক বড়। তা কীভাবে ব্যবহার করতে হয়, তা জানতাম না। তখন সালমান আমাকে একটি চিরকুটে লিখে দিয়েছিল কীভাবে মোবাইল ফোন ব্যবহার করতে হবে। সালমানের নিজের হাতে লেখা ওই চিঠিটা এখনো আমার কাছে আছে। খুব যত্ন করেই চিরকুটটি রেখে দিয়েছি। হারানো সন্তানের কথা মনে করে, চিঠিটা এখনো মাঝে মাঝে বের করে দেখি। মনে মনে ভাবি সালমান যেখানেই থাকুক ভালো থাকুক, চিরশান্তিতে কাটুক তোমার সময়।
প্রসঙ্গত, ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনক মৃত্যু হয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর। মাত্র চার বছরের ক্যারিয়ারে মোট ২৭টিরও বেশি সিনেমায় কাজ করে অকাল প্রয়াত চিত্রনায়ক।
You must be logged in to post a comment.