শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন

সালমানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন নয়নতারা!

বিনোদন ডেস্ক / ২৮ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৭, ২০২৪
সালমানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন নয়নতারা!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

শাহরুখ খানের সঙ্গে তার রসায়ন মন ভরিয়েছিল বলিউডের। ‘জওয়ান’ ছবিতে দীপিকা পাড়ুকোনের উপস্থিতি সত্ত্বেও আলাদা করে নজর কেড়েছিলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। কিন্তু, দক্ষিণী অভিনেত্রীর মন জুড়ে রয়েছেন অন্য কেউ। তিনি সালমন খান।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করেছেন তার ভালবাসার কথা। সালমান খানের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির একটি দৃশ্য ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেন নয়নতারা। সেখানে দেখা যাচ্ছে ভাগ্যশ্রী ও সালমান দৃশ্যের স্থিরচিত্র।

নীচে সংলাপ, ‘আমাদের বন্ধুত্বকে তুমি কী নাম দেবে?’ সঙ্গে বাজছে, ছবির জনপ্রিয় গান, ‘দিল দিওয়ানা, বিন সজনাকে মানে না…’। নয়নতারা জানিয়েছেন, তাঁর প্রিয় এই ছবিটি তিনি আরও এক বার দেখলেন। তিনি লিখেছেন, “এরা দু’জন এবং এই ছবিটি, বিশুদ্ধ ভালবাসা।” সঙ্গে রয়েছে দু’টি ভালবাসার ইমোজি।

বোঝাই যায়, নয়নতারা এক জন সালমান ভক্ত। সালমান খানের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির একটি দৃশ্য ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেন নয়নতারা। সেখানে দেখা যাচ্ছে ভাগ্যশ্রী ও সালমানের দৃশ্যের স্থিরচিত্র।

তবে শুধু নয়নতারাই নন, দিন কয়েক আগে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির গানই নিজের গাড়ীতে বাজিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘আ যা শাম হোনে আয়ি…’ গানের সঙ্গে তিনি লিখেছিলেন নব্বইয়ের দশকের স্মৃতিমেদুরতার কথা। ঘটনাচক্রে প্রিয়াঙ্কা ও নয়নতারা, দু’জনের নব্বইয়ের দশকে কাটিয়েছেন তাদের শৈশব। প্রিয়াঙ্কার জন্ম ১৯৮২ সালে, নয়নতারার ১৯৮৪। কিন্তু এতগুলি বছর পরেও প্রায় একই রকম জনপ্রিয়তা ধরে রেখেছেন সালমান খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান