সম্প্রতি সালমানের বাড়িতে হামলার ঘটনায় মামলার চার্জশিট তৈরি করেছে মুম্বাই পুলিশ। সেখান থেকেই প্রকাশ্যে এসেছে হাঁড় হিম করা আরও নানা তথ্য। ৩৫০ পৃষ্ঠার চার্জশিটের বিস্তারিত তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সেখানে ঘটনার পরিকল্পনাকারী হিসেবে পাঁচ জনের নাম এসেছে। এদের সবাই বিষ্ণই গ্যাংয়ের সদস্য।
এই চার্জশিটে জানানো হয়েছে, সালমান খানকে হত্যা করতে ২৫ লাখ রুপির চুক্তি করেছিল অভিযুক্তরা। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এই ষড়যন্ত্রের ছক কষা হয়। পুলিশি তদন্তে উঠে এসেছে এই গ্যাং পাকিস্তান থেকে একে ৪৭, একে ৯২, এম ১৬ রাইফেল, তুরস্কের বিখ্যাত জিগানা পিস্তল আনিয়েছিল। এই জিগানা পিস্তল দিয়েই ২০২২ সালের ২৯ মে পাঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালাকে হত্যা করা হয়েছিল।
অভিনেতার চলাফেরার ওপর নজর রাখতে বেশ কজনকে নিয়োগ করা হয়েছিল। ভাইজানের মুম্বাইয়ের পানভেলের ফার্মহাউস থেকে শুরু করে গুরুগ্রামের ফিল্ম সিটি বা তিনি যেখানে যেখানে নিয়মিত শুটিংয়ে যেতেন, সেসব জায়গায় তাঁকে অনুসরণ করত বিষ্ণই গ্যাংয়ের সদস্যরা। গোল্ডি ব্রার বা আনমোল বিষ্ণইয়ের কাঁ থেকে হত্যার হুকুমের অপেক্ষা করছিল তারা।
গত ১৪ এপ্রিল ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাড়ির বাইরে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
এর পরদিন গভীর রাতে গুজরাটের ভুজ থেকে দুজন শুটারকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকেই ধীরে ধীরে প্রকাশ্যে আসতে থাকে অভিনেতাকে হত্যার পরিকল্পনার কথা।
You must be logged in to post a comment.