একজন দাপিয়ে বেড়ান ফুটবল মাঠে, অন্যজন মাত করছেন রূপালি পর্দা। ক্রিস্টিয়ানো রোনালদো এবং সালমান খান। সম্প্রতি একটি অনুষ্ঠানে একফ্রেমে দেখা গেল তাঁদের। একই অনুষ্ঠানে পাশাপাশি বসে থাকতেও দেখা গেছে তাঁদের দু’জনকে। কিন্তু অনুষ্ঠান শেষে রীতিমতো ‘অপমানিত’ হতে হল ভাইজানকে। কেন?
সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি বক্সিং ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচেই অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোনালদো ও সালমান। শুধু তাঁরাই নন, ওই হাইভোল্টেজ বক্সিং ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন দেশ-বিদেশের অনুরাগীরাও। সেই ম্যাচের শেষে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময় করতে এগিয়ে যান রোনালদো। সেই সময়ই রীতিমতো সালমানের পাশ কাটিয়ে এগিয়ে যান তিনি। বান্ধবী জর্জিনার হাত ধরে বক্সিং রিংয়ের দিকে হেঁটে যান রোনালদো। একদমই পাত্তা দেননি তিনি। অন্যদিকে সল্লু ভাইজান একপলকে তাকিয়ে ছিলেন ফুটবল মাঠের জাদুকরের দিকে।
ভারতীয় নেটিজেনদের মতে, কাজটি মোটেও ভালো করেননি রোনালদো। আবার অনেকে মজা করে বলছেন, হয়তো ভাইজানের কোনো ছবি দেখা হয়নি, তাই এমনটা করতে পারলেন রোনালদো!
তবে সবচেয়ে মজার মন্তব্য এসেছে একটা ভিকি কৌশল লুক। কারণ অনেক বছর আগে ক্যাটরিনা কাইফের হাত ধরে এভাবেই হেঁটে গিয়েছিলেন সালমান। আর পেছন থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন ভিকি। সালমান তো বটেই ক্যাটও তখন তাকাননি তাঁর দিকে।
আগামী নভেম্বর মাসে দীপাবলিতে মুক্তি পেতে চলেছে সালমানের পরের ছবি ‘টাইগার ৩’। যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’ তথা গুপ্তচর ব্রহ্মাণ্ডের এই ছবিতে টাইগারের চরিত্রে ফিরছেন সালমান। সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কইফ। জোয়ার চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির আগের দু’টি ছবির মতো এই ছবিতেও সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাট। ছবিতে খলচরিত্রে দেখা যেতে চলেছে এমরান হাশমিকে।
You must be logged in to post a comment.