কাতার ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করলো সার্বিয়া। আজ (সোমবার) বিকেল ৪টায় কাতারের আল জানুব স্টেডিয়ামে এ খেলাটি অনুষ্ঠিত হয়।
আফ্রিকার দেশ ক্যামেরুন কাতার বিশ্বকাপ শুরু করেছিল সুইজারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে। অন্যদিকে ইউরোপের দেশ সার্বিয়ার শুরুটা হয়েছিল ব্রাজিলের কাছে ২ গোলের পরাজয়ে।
প্রথমার্ধের শুরু থেকেই সার্বিয়া ঝাঁপিয়ে পড়ে ক্যামেরুনের রক্ষণে। প্রথম ১৭তম মিনিটের মধ্যেই ৩টি গোলের সুযোগ নষ্ট হয় তাদের। তিনটি প্রচেষ্টাই ছিল নাম্বার নাইন মিতরোভিচের।
অবশ্য খেলার ২০তম মিনিটের পর থেকে সার্বিয়ার রক্ষণে বারবার চড়াও হয়েছিল ক্যামেরুন। অবশেষে পিয়েরে কুন্দের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ২৯তম মিনিটে শেষ রক্ষা হয়নি তাদের। কর্নার থেকে দ্বিতীয় পোস্টের সামনে বল পেয়ে সহজেই গোলটি করেছেন ক্যাসটেলেট্টো।
গোল হজমের পর আবার ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সার্বিয়া। অবশেষে খেলার ৪৬তম মিনিটে ফ্রি-কিক থেকে পাবলোভিচ গোল করে সমতা আনেন। এর দুই মিনিট পর আবারও আক্রমণ করে সার্বিয়া লিড নেয় মিলিনকোভিচ সাভিচের গোলে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দলই আক্রমণ করতে শুরু করে। অবশেষে খেলার ৫৩তম মিনিটে মিটরোভিচের গোলে আবারও লিড নেয় সার্বিয়া। এরপর ক্যামেরুন একে একে আক্রমণ করতে থাকে সার্বিয়ার রক্ষণভাগে।
সবশেষে গোলের দেখা পায় ক্যামেরুন। খেলার ৬৩তম মিনিটে ভিনসেন্ট আবুবকরের গোলে ব্যবধান কমায় ক্যামেরুন। এর তিন মিনিট পর চুপু-মোতিং এর গোলে সমতায় ফিরে আফ্রিকার দেশ ক্যামেরুন। খেলার বাকি সময় দুই দলই বেশ কয়েকটি আক্রমণ করলেও কাঙ্খিত গোলের দেখা মেলেনি। তাতে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
You must be logged in to post a comment.