চ্যানেল 24 এর পথচলার ১১ বছর পূর্তি আজ। নানা চড়াই-উৎরাই পেরিয়ে, গণমানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।সারাদেশে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চ্যানেল 24 এর ১১তম বর্ষপূর্তি উদযাপন হচ্ছে।
খুলনা
চ্যানেল 24 এর ১১ বছর পূর্তি উপলক্ষে খুলনা অফিসের উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে কেক কাটা হয়। এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চ্যানেলটির সর্বাঙ্গীন মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন। তারা বলেন, চ্যানেল ২৪ শুরু থেকে দেশের দর্শকদের বস্তুনিষ্ঠ সংবাদের চাহিদা পূরণ করে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
এ সময় খুলনা সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, নাগরিক নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন টিভি চ্যানেল ও সংগঠনের পক্ষ থেকে চ্যানেল 24 এর খুলনার সাংবাদিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বরিশাল
চ্যানেল 24 এর ১১ বছর পূর্তি উপলক্ষে বরিশালে কেক কাটা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে চ্যানেল টোয়েন্টি 24 এর জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড গোলাম কিবরিয়া। আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, বরিশাল ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস সোহাগ, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন সুমন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন, বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোবিন্দ সাহা, সাধারণ সম্পাদক শাহিন সুমনসহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা চ্যানেল 24 এর ১১ বছর পূর্তিতে শুভ কামনা করেন।
সিলেট
সিলেটে আনন্দঘন পরিবেশে কেক কেটে উদযাপিত হয়েছে চ্যানেল 24 এর প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে চ্যানেল 24 এর সিলেট ব্যুরো অফিসে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপস্থিত ছিলেন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক নেতৃবৃন্দ। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছাজ্ঞাপনে নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের প্রথম সারির গণমাধ্যম চ্যানেল 24 মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছে। এবং ১১ বছর ধরে এই ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেছে। পরে কেক কেটে চ্যানেল টুয়েন্টি 24 এর ১১তম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল ইসলাম সেলিম, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি রজতকান্তি গুপ্ত, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি মাহবুবুর রহমান রিপন, মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদিপ দাস, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসির, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দ্বিগেন সিংহসহ অন্যরা।
You must be logged in to post a comment.