শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন

সারাদেশে চ্যানেল 24 এর যুগপূর্তি উদযাপন

বিনোদন প্রতিবেদক / ৩৭ জন দেখেছেন
আপডেট : মে ২৪, ২০২৪
সারাদেশে চ্যানেল 24 এর যুগপূর্তি উদযাপন
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

চ্যানেল 24 এর পথচলার ১২ বছর পূর্তি আজ। নানা চড়াই-উৎরাই পেরিয়ে গণমানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এদিন সারাদেশে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে চ্যানেল 24 এর যুগপূর্তি উদযাপিত হয়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত…

বগুড়া: বগুড়ায় কেক কেটে চ্যানেল 24 এর ১ যুগপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় শহরের বড়গোলা টিনপট্টিতে অবস্থিত চ্যানেল 24 এর বগুড়া অফিসে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন চ্যানেল 24 এর বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার ফরহাদুজ্জামান শাহী।

এ ছাড়াও সাবেক স্টাফ রিপোর্টার মোহন আখন্দের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু এমপি, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ, জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা কমিটির সভাপতি তৌফিক হাসান ময়না, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আখতারুজ্জামান ও আরিফ রেহমান, বাংলাভিশনের ব্যুরো প্রধান আব্দুর রহিম বগ্রা ও সিনিয়র আইনজীবী আব্দুল লতিফ পসারি ববিসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

রাজশাহী: নানা আয়োজনের মধ্যদিয়ে রাজশাহীতে চ্যানেল 24 এর যুগপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানটির রাজশাহী কার্যালয়ে কেক কাটার মধ্যদিয়ে এই আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন চিকিৎসক এবং রাজশাহী জেলা স্বাচিপের সভাপতি ডাক্তার এফ এম এ জাহিদ, রাজশাহীতে কর্মরত গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বরিশাল: বরিশালে কেক কেটে চ্যানেল 24 এর ১ যুগপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বরিশাল প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক গৌতম বারৈ।

এ ছাড়াও প্রবীণ সাংবাদিক মুরাদ আহমেদ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদাউস সোহাগ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুমন, সময় টিভির ব্যুরো প্রধান অপূর্ব অপু, বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, আজকের পত্রিকার ব্যুরো প্রধান খান রফিক, যায়যায়দিনের ব্যুরো প্রধান আরিফুর রহমান, বরিশাল টেলিভিশন মিডিয়া ক্যামেরা অ্যাসোসিয়েশনের সভাপতি গোবিন্দ সাহা, সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক আলআামীন সাগর প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ: কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে চ্যানেল 24 এর যুগপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৪ মে) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গির আলম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল 24 এর মানিকগঞ্জের স্টাফ রিপোর্টার মো. ইউসুফ আলী।

প্রেসক্লাবের সহ-সভাপতি ও নিউজ ২৪ -এর প্রতিনিধি মো. কাবুল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং পারফেক্ট গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মো. সারোয়ার আলম বাবু।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মুঞ্জুর রহমান মুল্লু,, মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম মিহির প্রমুখ। অনুষ্ঠানে মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খুলনা: খুলনায় কেক কেটে চ্যানেল 24 এর ১ যুগপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৪ মে) সকালে খুলনা প্রেসক্লাবে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চ্যানেলটির সর্বাঙ্গীন মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন।

তারা বলেন, চ্যানেল 24 শুরু থেকে দেশের দর্শকদের বস্তুনিষ্ঠ সংবাদের চাহিদা পূরণ করে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে এটাই আমাদের চাওয়া।

এ সময় উপস্থিত ছিলেন- খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনি ও সাধারণ সম্পাদক মো. মুন্সী মাহবুব আলম সোহাগ, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম, গ্লোবাল খুলনার আহ্বায়ক শাহ মামুনুর রহমান তুহিন, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার, চ্যানেল 24 এর খুলনার রিজিওনাল এডিটর মামুন রেজা, ক্যামেরাপার্সন মো. জাকারিয়া হোসেন তুষার প্রমুখ।

এছাড়া সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, নাগরিক নেতা এবং বিভিন্ন টেলিভিশনের সাংবাদিক ও ক্যামেরাপার্সনরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান