ঢাকা কিংবা কলকাতা—কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে জায়েদ খান ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শোরগোলের শুরুটা তাজু কামরুল পরিচালিত ঢাকাই সিনেমা ‘ছায়াবাজ’ ঘিরে। শুটিংয়ে নৃত্য পরিচালক মাইকেল বাবুর বিরুদ্ধে অনুমতি না নিয়ে স্পর্শ করেছেন বলে অভিযোগ সায়ন্তিকার। আবার তাঁর বিরুদ্ধে সিনেমাটির প্রযোজক মনিরুল ইসলামের অভিযোগ—টাকা নিয়েও পোশাক না কেনা ও নানা অপেশাদার আচরণ করেছেন তিনি। এবার সেই প্রযোজক মনিরুলকে নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা শিরিন শিলা।
সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই নায়িকা। তখন তাঁকে প্রশ্ন করা হলে, তিনি বললেন, ‘জায়েদ খানের সঙ্গে কাজ করতে কলকাতা থেকে যে নায়িকা এসেছিল, সেই ছবির প্রযোজক মনির ভাইয়ের আগের একটি প্রজেক্টে আমিও কাজ করেছিলাম। আগের প্রজেক্টটিও একইভাবে বন্ধ হয়ে যায়। আমি জানি না যে ওই প্রজেক্ট বন্ধ হওয়ার পেছনে কে দায়ী ছিলেন, প্রযোজক নাকি ওই ছবির নায়ক-নায়িকা?’
ওই প্রজেক্টটি বন্ধ হয়ে যাওয়ার পেছনে দায়ী কে? জানতে চাইলে শিরিন শিলা বলেন, ‘সেখানে আমার কোনও দোষ ছিল না। আমার ডেট অনুযায়ী আমি কাজ করেছিলাম। তারপর প্রযোজক সিদ্ধান্ত নেন যে প্রজেক্টটি তিনি আর করছেন না। এবার নতুন ছবিটার ক্ষেত্রেও প্রযোজক জানালেন তিনি আর কাজ করবেন না।’
এই প্রেক্ষাপটে জানতে চাইলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন প্রযোজক মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘আমার কোনও কাজ এর আগে বন্ধ হয়ে গেছে, কেউ যদি কন্ট্রাক্ট ফর্মসহকারে এমনটা প্রমাণ করতে পারে, তবে তাঁর জন্য নগদ ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করছি। সামনে রঙ মাল্টিমিডিয়া, রঙ মোটিভেশন ও রঙ ইনসার্ট নামে তিনটি প্ল্যাটফর্ম আসবে সেখানে আমার কাজগুলো মুক্তি পাবে, দর্শকরা দেখতে পাবেন।’
শোনা যাচ্ছে, জায়েদ খান-সায়ন্তিকা অভিনীত ‘ছায়াবাজ’ সিনেমাটি আর করবেন না। তখন প্রযোজক মনিরুল বলেন, ‘ছবিটা করব না—এই কথা একবারও বলিনি কোথাও। বরং ছবিটা করতে চাই, কারণ এটা ভালো গল্পের ছবি। এখন যদি তারা (জায়েদ-সায়ন্তিকা) মাইকেলের তত্ত্বাবধানে গানটা করে এবং যে কাজগুলো দুজন মিলে করেছে সেজন্য দুঃখ প্রকাশ করে, তবে অবশ্যই কাজটি করতে চাই। আর যদি তারা দুঃখ প্রকাশ না করে, তবে নতুন শিল্পী নিয়ে খুব শিগগিরই এই গল্পে কাজ করব।’
প্রসঙ্গত, গত ৩০ আগস্ট ‘ছায়াবাজ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছিলেন টলিউড নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কথা ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজারে শুটিং করার। কিন্তু এর আগেই বাঁধে হট্টগোল। নৃত্য পরিচালক মাইকেল বাবু অনাকাঙ্ক্ষিতভাবে তাঁকে স্পর্শ করেছেন বলে অভিযোগ করে কলকাতায় চলে যান নায়িকা।
You must be logged in to post a comment.