১৬ বছর বয়সে তীক্ষ্ণধার সুন্দরী সায়রা বানু বলিউডে এসেই ছবি সুপারহিট করে দেন । শাম্মি কাপুরের সাথে করা ছবিটার নাম ‘ জাঙ্গলি ‘। নিজেকে আরো শানদার করে তুলতে কত্থক ও ভরত নাট্যমে দখল নেন । এগিয়ে চলে তাঁর সফলতার অগ্রযাত্রা । আর এই অগ্রযাত্রায় এক আগন্তক এসে পথ আটকায় । বলে – দাঁড়াও, তোমাকে ভালোবাসি, বিয়ে করবে ? আগন্তকের নাম ইউসুফ খান ওরফে দীলিপ কুমার । সায়রা বানু তখন ২২ আর দীলিপ কুমার ৪৪ বছর ।
মিয়া বিবি রাজী তো কি আর করবে কাজী ? বিয়ের পরের বছর সুনীল দত্ত আর কিশোর কুমারের সাথে তাঁর অভিনীত কমেডি মুভি ‘ পেড়োসান ‘ আবারো সুপার ডুপার হিট । এই মুভির ‘মেরে সামনে ওয়ালি খিড়কি মে, এক চাঁদ কা টুকরা রাহতা হ্যায় ‘ গানটা এখনো অমর । চমৎকার দেহবল্লরী, ড্রেস আপ আর চোখের টানা কাজলের সায়রা বানু এখনো তরুণদের হৃদয় কাঁপায় । বলিউডের অনেকেই তাঁকে হিংসা করে বলতো – ‘প্রতিভা নাই খালি গ্ল্যামার আর ঢঙ দিয়ে মেয়েটা উঠে গেলো ।’ এর জবাবে মৃদু হেসে সায়রা বানু বলতেন -‘ ভালোই তো , মধুবালা আর মেরিলিন মনরোর সাথে তাহলে আরেকজন যোগ হলো – নাম তার সায়রা বানু ।’
You must be logged in to post a comment.