মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

সামনে ওয়ালি খিড়কির সায়রা বানু

ফোরাম প্রতিবেদক / ২৭৪ জন দেখেছেন
আপডেট : জুলাই ৩০, ২০২২
সামনে ওয়ালি খিড়কির সায়রা বানু
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

১৬ বছর বয়সে তীক্ষ্ণধার সুন্দরী সায়রা বানু বলিউডে এসেই ছবি সুপারহিট করে দেন । শাম্মি কাপুরের সাথে করা ছবিটার নাম ‘ জাঙ্গলি ‘। নিজেকে আরো শানদার করে তুলতে কত্থক ও ভরত নাট্যমে দখল নেন । এগিয়ে চলে তাঁর সফলতার অগ্রযাত্রা । আর এই অগ্রযাত্রায় এক আগন্তক এসে পথ আটকায় । বলে – দাঁড়াও, তোমাকে ভালোবাসি, বিয়ে করবে ? আগন্তকের নাম ইউসুফ খান ওরফে দীলিপ কুমার । সায়রা বানু তখন ২২ আর দীলিপ কুমার ৪৪ বছর ।

মিয়া বিবি রাজী তো কি আর করবে কাজী ? বিয়ের পরের বছর সুনীল দত্ত আর কিশোর কুমারের সাথে তাঁর অভিনীত কমেডি মুভি ‘ পেড়োসান ‘ আবারো সুপার ডুপার হিট । এই মুভির ‘মেরে সামনে ওয়ালি খিড়কি মে, এক চাঁদ কা টুকরা রাহতা হ্যায় ‘ গানটা এখনো অমর । চমৎকার দেহবল্লরী, ড্রেস আপ আর চোখের টানা কাজলের সায়রা বানু এখনো তরুণদের হৃদয় কাঁপায় । বলিউডের অনেকেই তাঁকে হিংসা করে বলতো – ‘প্রতিভা নাই খালি গ্ল্যামার আর ঢঙ দিয়ে মেয়েটা উঠে গেলো ।’ এর জবাবে মৃদু হেসে সায়রা বানু বলতেন -‘ ভালোই তো , মধুবালা আর মেরিলিন মনরোর সাথে তাহলে আরেকজন যোগ হলো – নাম তার সায়রা বানু ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান