সাবেক সংবাদ উপস্থাপক সাফিনা আহমেদ তরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার (৮ জুন) বিকেলে রাজধানীর নিউ ইস্কাটন থেকে তাকে অচেতন অবস্থায় পরিবারের সদস্যরা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় হাতিরঝিল থানা পুলিশ।
সাফিনার মা সাবিহা আহমেদ রিতা জানিয়েছেন, ঘুমের মধ্যেই নিজ বাসায় মারা যায় তার মেয়ে। মৃত্যুর কারণ কী তা জানাতে পারেননি তিনি। রাজধানীর রায়েরবাজার শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ সূত্র জানিয়েছে, সাফিনা বোন ও মায়ের সঙ্গে ইস্কাটনে থাকতেন। দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তিনি।
সাফিনা কর্মজীবনে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 ও আরটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। সবশেষ বেসরকারি ব্র্যাক ব্যাংকে কর্মরত ছিলেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু সংবাদমাধ্যমকে বলেন, মরদেহ সুরতহালে ‘অস্বাভাবিক’ মৃত্যুর আলামত পাওয়া গেছে। তার নাক দিয়ে সাদা ফেনা পাওয়া গেছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।
You must be logged in to post a comment.